শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে উড়ন্ত শুরু পেল বাংলাদেশ। গ্রুপ পর্বে হারের প্রতিশোধ সুপার ফোরে এসে নিয়েছে টাইগাররা। নিজেদের প্রথম ম্যাচে লঙ্কানদের ৪ উইকেটে উড়িয়ে দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করেছে লঙ্কানরা। জবাবে খেলতে নেমে ১৯.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
এদিন রানতাড়ায় নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। দলীয় ১ রানেই ডাক মেরে ফেরেন তানজিদ হাসান তামিম। নুয়ান থুশারার বলে বোল্ড হন এই বাঁহাতি ব্যাটার। এরপর লিটন দাসকে নিয়ে প্রাথমিক বিপত্তি সামাল দেন সাইফ হাসান। পাওয়ারপ্লেতে আর কোনো উইকেট না হারিয়ে এই জুটিতেই দলীয় ৬০ রানে পৌঁছায় টাইগাররা। তবে সপ্তম ওভারের তৃতীয় বলে লিটনকে ফিরিয়ে জুটি ভাঙেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ভালো শুরু পেয়েও ১৬ বলে ২৩ রান করে ফেরেন টাইগার দলপতি।
এরপর তাওহীদ হৃদয়কে নিয়ে আরেকটি পঞ্চাশোর্ধ রানের জুটি গড়েন সাইফ। এই জুটিতে ৪৫ বলে ৫৪ রান তুলে নেন তারা। ফিফটি তোলার পর দলীয় ১১৪ রানের মাথায় ফিরে যান সাইফ। হাসারাঙ্গার শিকার হওয়ার আগে ৪৫ বলে ২ চার ও ৪ ছক্কায় ৬১ রান করেন এই ওপেনার।
এরপর জয়সূচক জুটি গড়েন হৃদয় ও শামীম। চতুর্থ উইকেটে ২৭ বলে ৪৫ রান যোগ করেন তারা। এই জুটিই বাংলাদেশের জয়ের পথ সহজ করে দেয়। ফিফটি হাঁকিয়ে দলীয় ১৫৯ রানের মাথায় ফিরে যান হৃদয় ৩৭ বলে ৪ চার ও ২ ছক্কায় ৫৮ রান করেন এই ব্যাটার।
তবে শেষ ওভারে কিছুটা বিপদে পড়ে বাংলাদেশ। ওভারের প্রথম বলে জাকের চার মেরে ড্র করার পর দ্বিতীয় বলের আউট হয়ে যান। পরের বল ডট হয় এবং চতুর্থ বলে আউট হয়ে যান মেহেদিও। তখন ২ বলের বাংলাদেশের প্রয়োজন ১ রান। এরপর নাসুম এসে ১ রান নিয়ে দলের জয় নিশ্চিত করেন। অপরপ্রান্তে ১২ বলে ১৪ রান করে অপরাজিত ছিলেন শামীম।
এর আগে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেন দাসুন শানাকা।৩৭ বলে ৩ চার ও ৬ ছক্কায় ইনিংসটি সাজান এই ব্যাটার। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ বলে ১ চার ও ৩ ছক্কার মারে ৩৪ রান করেন কুশল মেন্ডিস। এছাড়া পাথুম নিসাঙ্কা ১৫ বলে ২২ এবং চারিথ আসালাঙ্কা ১২ বলে ২২ রান করেন।
বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন মুস্তাফিজুর রহমান। ৪ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট নেন এই পেসার। শেখ মেহেদিও ছিলেন অসাধারণ। ৪ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট নেন এই স্পিনার। এছাড়া একটি উইকেট শিকার করেন তাসকিন আহমেদ।
সংক্ষিপ্ত স্কোর :
শ্রীলঙ্কা : ১৬৮/৭ (২০ ওভার)
বাংলাদেশ : ১৬৯/৬ (১৯.৫ ওভার)
ফলাফল: বাংলাদেশ ৪ উইকেটে জয়ী
ক্রিফোস্পোর্টস/২১সেপ্টেম্বর২৫/বিটি