
ফুটবল বিশ্বের অভিনব ও বিরল একটি রেকর্ডের খুব কাছাকাছি রয়েছে ফরাসী ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই বা পিএসজি। তারা যে রেকর্ডের দ্বারপ্রান্তে এসেছে- এই রেকর্ড বিশ্বে মাত্র দুইবার ঘটেছে।
একটি-দুটি বা তিনটি নয়, এক মৌসুমে টানা ছয়টি শিরোপার খুব কাছে পিএসজি। আর এই বিরল রেকর্ডকে বলা হয় সেক্সটুপল জয়। এর আগে ২০০৯ সালে একবার ও ২০২০ সালে দ্বিতীয়বার ঘটেছে। প্রথমবার স্পেনের বার্সেলোনা এবং পরেরবার এই রেকর্ডে নাম লেখায় জার্মানির বায়ার্ন মিউনিখ।
তৃতীয় ক্লাব হিসেবে সেক্সটুপল জয়ের হাতছানি দিচ্ছে লা পারিসিয়ানদের। এর আগে তারা ঘরোয়া তিন ট্রফি লিগ ওয়ান, ফ্রেঞ্চ কাপ এবং চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর নিজেদের ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়নস লিগ শিরোপাও ঘরে তুলেছে।
আরও পড়ুন:
» এমএলএস ইতিহাসে যা আগে হয়নি তাই করে দেখালেন মেসি
» বড় রেকর্ড গড়লেন গিল, ছাড়িয়ে গেলেন কোহলিকে
আর পঞ্চম ট্রফি হিসেবে ক্লাব বিশ্বকাপের ফাইনালে পা রেখেছে পিএসজি। আজ রাতে পঞ্চম শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে চেলসির বিরুদ্ধে। এখন অপেক্ষা মাত্র এক ট্রফি উয়েফা সুপার কাপ।
আগামী ১৪ আগস্ট ফাইনালে ইংলিশ ক্লাব টটেনহ্যামের বিপক্ষে নামবে ফরাসি জায়ান্টরা। সেখানে জয় পেলেই ইতিহাস রচনা করবে তারা। একই মৌসুমে ছয়টি ট্রফি জয়ের অনন্য রেকর্ডে নাম লেখাবে পিএসজি।
ফ্রান্সের লিগ ওয়ানকে ইউরোপের অন্যান্য লিগের তুলনায় দুর্বল অ্যাখ্যা দিয়ে ফার্মার্স লিগ বলে তাচ্ছিল্য করতো। কিন্তু এবার বদলেছে দৃশ্যপট। ইউরোপের সেরা হয়ে সেই সমালোচকদের মুখে ছাই দিয়েছে লুই এনরিকের শিষ্যরা।
ক্যারিয়ারের সোনালী সময় অতিক্রম করছেন আশরাফ হাকিমি, ওসমান দেম্বেলের মতো তারকারা। এখন তাদের কাঁধে ভর করেই নতুন ইতিহাসের পথে হাঁটছে পিএসজি। এই ইতিহাসের পূর্ণতা পাবে কীনা জানা যাবে আগামী ১৪ আগস্ট।
ক্রিফোস্পোর্টস/১৩জুলাই২৫/এজে
