Connect with us
ক্রিকেট

টি-টোয়েন্টি ইতিহাসে প্রথম, পিএসএলে ঘটে গেল বিরল ঘটনা

রাইলি রুশো এবং হাসান নাওয়াজ। ছবি- সংগৃহীত

পিএসএলে ঘটে গেল বিরল ঘটনা। দীর্ঘ প্রায় দুই দশকের টি-টোয়েন্টি ইতিহাসে যা আগে দেখেনি ক্রিকেট বিশ্ব। গতকাল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এবং ইসলামাবাদ ইউনাইটেডের ম্যাচে ঘটেছে সেই ঘটনা। যার ফলে টুর্নামেন্টের সর্বোচ্চ ২৬৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় কোয়েটা।

এদিন আগে ব্যাট করতে নামা কোয়েটা গ্লাডিয়েটর্সের দুই ক্রিকেটার তুলে নিয়েছেন সেঞ্চুরি। টি-টোয়েন্টিতে এক ইনিংসে দুই শতকের ঘটনা অনেকটা বিরল হলেও প্রথম নয়। তবে ব্যাতিক্রম আছে পিএসএলের এই ম্যাচে। যেখানে ইসলামাবাদের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছেন রাইলি রুশো এবং হাসান নাওয়াজ।

২০০৬ কাল থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত এক ইনিংসে দুই সেঞ্চুরির ঘটনা ঘটেছে ৯ বার। তবে প্রতিবারই সেই দুই সেঞ্চুরিয়ানের কেউ না কেউ ছিলেন ওপেনার ব্যাটার। আরও নির্দিষ্ট করে বললে ৬ বার দেখা গেছে দুই ওপেনার একসঙ্গে শত করেছেন। বাকি ৩ বার এক ওপেনারের সঙ্গে ভিন্ন পজিশনের অন্য ক্রিকেটার।

আরও পড়ুন:

» আর্সেনালকে হারিয়ে ফাইনালে ইন্টারের প্রতিপক্ষ পিএসজি

» পিএসএলে নাহিদ রানার পেশোয়ারের ম্যাচসহ আজকের খেলা (৮ মে ২৫)

তবে গতকাল পিএসএলে ঘটে যাওয়া দশম এই ঘটনায় দেখা গেছে বিরল দৃশ্য। যেখানে সেঞ্চুরি করা কোন ক্রিকেটার ছিলেন না ওপেনার ব্যাটার। রাইলি রুশো নেমেছিল তিন নম্বরে ব্যাট করতে, আর নাওয়াজ ছিলেন চার নম্বরে। টি-টোয়েন্টির ইতিহাসে এবারই প্রথম এক ইনিংসে কোন ওপেনার ছাড়া দুই ব্যাটারের শতক হাঁকানোর ঘটনা।

দক্ষিণ আফ্রিকান ব্যাটার রুশো ৪৬ বলে করেছেন ১০৪ রান। আর হাসান নাওয়াজ ৪৫ বলে করেছেন ১০০ রান। নজরকাড়া বিষয় ছিল ফিফটি পূরণ করার পর তাদের দুর্দান্ত স্ট্রাইকরেট। ৫০ থেকে ১০০ রানে যেতে নাওয়াজ খেলেছেন মাত্র ১৬ বল। পিএসএলে ফিফটির পর শতক করার বিচারে এটা দ্বিতীয় দ্রুততম। এর আগে উসমান খান ১৪ বলে খেলেই ফিফটির পর পৌঁছে গিয়েছিলেন শতকের ঘরে। 

উল্লেখ্য, অসংখ্য রেকর্ড গড়া এই ম্যাচে রুশো-নাওয়াজের দল কোয়েটা ইসলামাবাদকে হারিয়েছে সহজেই। ২৬৪ রানের লক্ষ্য খেলতে নেমে মাত্র ১৫৪ রানে গুটিয়ে যায় প্রতিপক্ষ। ফলে ১০৯ রানের বিশাল জয় পেয়েছে কোয়েটা। আর আসরের প্রথম দল হিসেবে গ্রুপ পর্বের বাধা ডিঙিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে তারা।

ক্রিফোস্পোর্টস/৮মে২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট