হাঁটুর অস্ত্রপচারের পর পুর্নবাসনে আছেন নেইমার। ব্রাজিলের এই সুপারস্টার কবে মাঠে ফিরবেন তা অজানা। তবে তার ক্লাব সান্তোসের কোচ জুয়ান পাবলো অবশ্য শুনিয়েছেন আশার বাণী। জানিয়েছেন সান্তোসের ‘রাজপুত্রের’ ফেরার সম্ভাব্য সময়।
আন্তর্জাতিক ফুটবলে সবশেষ ২০২৩ সালে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে খেলেছেন নেইমার। এ বছর সিরি ‘আ’ তে সান্তোস ৬ ম্যাচ খেললেও কোনোটিতেই খেলতে পারেননি তিনি। আজ (মঙ্গলবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে করা নেইমারের পোস্টে অনুশীলনে ঘাম ঝড়াতে দেখা যায় নেইমারকে।
সান্তোস ইতিমধ্যেই তাদের মৌসুম শুরু করেছে। সান্তোস এবং ব্রাজিল জাতীয় দলের সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন নেইমারের মাঠে ফেরার জন্য। কোরিনথিয়ান্সের বিপক্ষে ১-১ গোলে ড্র ম্যাচের পর সংবাদ সম্মেলনে জুয়ান পাবলো নেইমারের অগ্রগতি নিয়ে বলেন, ‘আমরা শিগগিরই তাকে পাবো। কয়েক সপ্তাহ বা কয়েক দিন, এরচেয়ে বেশি নয়। সে ভালোভাবে কাজ করছে। আমি তার সঙ্গে কথা বলেছি, সে খুব ক্লান্ত কারণ সে ডাবল সেশন করছে।’
সূচি অনুযায়ী ফেব্রুয়ারিতে ৬টি ম্যাচ খেলবে সান্তোস। পাশাপাশি জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া ফুটবল বিশ্বকাপ তো রয়েছেই। সামনে ব্যস্ত সূচি থাকায় নেইমারের ফেরা নিয়ে তাড়াহুড়ো করতে চায় না সান্তোস। সান্তোস কোচ বলেন, ‘‘আমাদের অল্প সময়ে অনেক ম্যাচ আছে, তবে যত দ্রুত সম্ভব প্রস্তুত হয়ে প্রিয় ক্লাবকে সাহায্য করতে খুবই প্রতিশ্রুতিবদ্ধ নেইমার। পুনর্বাসনপ্রক্রিয়ার কার্যক্রম ফেব্রুয়ারিতে শুরু হবে। নেইমারকে ফিরে পেতে যথাসাধ্য চেষ্টা করছি। শিগগিরই হয়তো হবে না। তবে তাকে আমরা পুরো মৌসুমের জন্য পেতে চাচ্ছি।’
২২ ডিসেম্বর আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচারের মাধ্যমে মেনিস্কাস চোটের সমাধান করেছেন নেইমার। সান্তোসের কোচ জুয়ান পাবলো জানিয়েছেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড তাঁর ব্যক্তিগত ফিজিও, রাফায়েল মার্তিনির তত্ত্বাবধানে ডাবল ট্রেনিং সেশন করছেন।
ব্রাজিলের স্পোর্টস আউটলেট গ্লোবো এস্পোর্তের প্রতিবেদন অনুযায়ী, সান্তোসের আগামী ডার্বি ম্যাচে ফেরার সম্ভাবনা আছে নেইমারের। আগামী ৫ ফেব্রুয়ারি সাও পাওলোর বিপক্ষে ম্যাচের জন্য ধীরে ধীরে ফিট হওয়ার লক্ষ্যে আছেন তিনি।
ক্রিফোস্পোর্টস/২৭জানুয়ারি২৬/এআই
