Connect with us
ক্রিকেট

অনূর্ধ্ব–১৯

বিশ্বকাপের শেষটা জয় দিয়েই রাঙাল বাংলাদেশ

Bangladesh U19worldcup
জিম্বাবুয়েকে বিশাল ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ছবি- সংগৃহীত

সেমির স্বপ্ন আগেই ভেঙে গিয়েছিল, তবুও শেষটা জয় দিয়েই রাঙাল বাংলাদেশের যুবারা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আনুষ্ঠানিকতার শেষ ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়েকে ৭৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে আজিজুল হাকিমের দল। অধিনায়কের অর্ধশতক আর পেসার ইকবাল হোসেনের দাপুটে বোলিংয়ে সান্ত্বনার জয় পায় লাল-সবুজের প্রতিনিধিরা।

এদিন হারারেতে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান করেন অধিনায়ক আজিজুল হাকিম। এটি চলতি বিশ্বকাপে তার তৃতীয় অর্ধশতক। মিডল অর্ডারে রিজান হোসেনের ৬৮ বলে ৪৭ এবং জাওয়াদ আবরারের ২৫ রানের ইনিংসে ভর করে লড়াই করার মতো পুঁজি পায় টাইগার যুবারা। জিম্বাবুয়ের পক্ষে তাতেন্দা চিমুগোরো ৪৯ রানে ২ উইকেট নেন।

২৬০ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই বাংলাদেশি পেসার ইকবাল হোসেনের তোপের মুখে পড়ে জিম্বাবুয়ের ব্যাটাররা। মাত্র ২৪ রান খরচ করে ৫ উইকেট শিকার করেন ইকবাল, যার মধ্যে ছিল ৩টি মেডেন ওভার। ৮৪ রানে ৬ উইকেট হারিয়ে জিম্বাবুয়ে যখন বড় হারের শঙ্কায়, তখন হাল ধরেন সিমবারাসে মুডজেনগেরেরে। তার ১৭১ বলে ৭০ রানের ধৈর্যশীল ইনিংস হারের ব্যবধান কমালেও জয় নিশ্চিত করতে পারেনি। জিম্বাবুয়ের ইনিংস থামে ১৭৯ রানে। বাংলাদেশের পক্ষে ফাহাদ ৩টি উইকেট শিকার করেন।



গ্রুপ পর্বে ভারতের কাছে হার এবং নিউজিল্যান্ডের ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হওয়ায় শুরুতেই চাপে ছিল বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় পেলেও সুপার সিক্সের অদ্ভুত নিয়মের কারণে (যুক্তরাষ্ট্র পরের পর্বে না যাওয়ায়) সেই পয়েন্ট যোগ হয়নি বাংলাদেশের ঝুলিতে। মাত্র ১ পয়েন্ট নিয়ে সুপার সিক্সে উঠে ইংল্যান্ডের কাছে হারলে সেমিফাইনালের পথ বন্ধ হয়ে যায় বাংলাদেশের। ফলে আজকের জয়টি কেবলই টেবিলের পরিসংখ্যান আর আত্মবিশ্বাস ফেরানোর হিসেবে যুক্ত হয়েছে।

ক্রিফোস্পোর্টস/৩১জানুয়ারি২৬/এসএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট