এখনো আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা অনিশ্চিত পাকিস্তানের। আগামী ৭ ফেব্রুয়ারি পর্দা উঠতে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের অন্যতম জনপ্রিয় এই আসরের। নিরাপত্তা ইস্যুতে ভারতে খেলতে না চাওয়ায় বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে আমন্ত্রণ জানানোয় বিশ্বকাপে অংশ নেওয়ার বিষয়ে পুনর্বিবেচনা করছে পাকিস্তান। এবার ‘অনিবার্য কারণ’ দর্শিয়ে শেষ মুহূর্তে জাতীয় দলের বিশ্বকাপ জার্সি উন্মোচন অনুষ্ঠান বাতিল করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে পাকিস্তান। আজ (শনিবার) দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। এই ম্যাচের টসের পরই বিশ্বকাপের জার্সি উন্মোচন করার কথা ছিল। তবে সেই অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। ঠিক কী কারণে এই অনুষ্ঠান হয়নি তা আনুষ্ঠানিকভাবে জানায়নি পিসিবি। মন্ত্রণালয় সোমবার পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে।
আগামী সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা বলেছিলেন পিসিবি প্রধান মহসিন নাকভি। তিনি বলেছিলেন, ‘সরকারের সঙ্গে আলোচনা চলছে এবং সমন্বিত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করা হচ্ছে।’ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সবুজ সংকেত না পাওয়ায় পিসিবি জাতীয় দলের কিট বা জার্সি উন্মোচন স্থগিত করে। সরকার চূড়ান্ত সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত বোর্ড কোনো আনুষ্ঠানিক পদক্ষেপ নিচ্ছে না।
পিসিবি দাপ্তরিকভাবে জানিয়েছে, তারা সরকারের নির্দেশনার অপেক্ষায় রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝে এই অনিশ্চয়তা খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের জন্য বাড়তি মানসিক চাপ তৈরি করছে। দল প্রস্তুতি চালিয়ে গেলেও চূড়ান্ত অনুমোদন নিয়ে চলছে নানা জল্পনা।
এদিকে গত ২৬ জানুয়ারি ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন নাকভি। সেখানে বিশ্বকাপে দলের অংশগ্রহণ বিষয়ে দিকনির্দেশনা নেওয়া হয় বলে জানা গেছে। এই বিশ্বকাপে পাকিস্তানের খেলা এখন পুরোটাই দেশটির সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
তবে ভারতীয় সংসবাদ সংস্থা পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, পিসিবি ইতোমধ্যেই ২ ফেব্রুয়ারি ভোরে কলম্বোর উদ্দেশ্যে দলের যাত্রার সব আয়োজন শেষ করেছে। এর ফলে বিশ্বকাপ বা ১৫ ফেব্রুয়ারির ভারত-পাকিস্তান হাই-ভোল্টেজ ম্যাচ বর্জনের সম্ভাবনা প্রায় নাকচ হয়ে যাচ্ছে।
ক্রিফোস্পোর্টস/৩১জানুয়ারি২৬/এআই
