আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছে আইসল্যান্ড ক্রিকেট। ধারাবাহিক কয়েকটি পোস্টে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) বিদ্রূপ করেছে দেশটির এই অ্যাসোসিয়েট সংস্থা। তাদের রসাত্মক ভাষ্য ইতোমধ্যে অনলাইনে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
এক পোস্টে আইসল্যান্ড ক্রিকেট ‘ভারাক্রান্ত হৃদয়ে’ জানায়, পাকিস্তান সরে দাঁড়ালেও তারা বিশ্বকাপে অংশ নিতে পারবে না। কারণ হিসেবে বলা হয়, এত অল্প সময়ের মধ্যে আন্তর্জাতিক টুর্নামেন্টের জন্য পেশাদার প্রস্তুতি নেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। সেখানে স্কটল্যান্ডকে টেনে এনে খোঁচা দেওয়া হয় ইঙ্গিত করা হয়, প্রস্তুতি ছাড়াই মাঠে নামার অভ্যাস নাকি তাদের আছে, এমনকি কিট স্পনসরও নেই।
আরেক পোস্টে নিজেদের ক্রিকেটারদের পেশাগত ব্যস্ততার কথাও তুলে ধরে আইসল্যান্ড। বলা হয়, দলের সদস্যরা বিভিন্ন পেশায় যুক্ত কেউ বেকারির দায়িত্বে, কেউ জাহাজ চালান, কেউ ব্যাংকার। হঠাৎ করে কাজ ছেড়ে দীর্ঘ সফরে যাওয়া এবং ভিন্ন আবহাওয়ায় খেলা তাদের জন্য বাস্তবসম্মত নয় বলেও উল্লেখ করা হয়। তাপমাত্রা প্রসঙ্গে কৌতুক করে বলা হয়, সেটি নাকি ফিনিশ সাউনার মতো।
পোস্টগুলোর একটিতে ইতিহাস ও রাজনীতির ইঙ্গিতও ছিল। ডাচদের প্রসঙ্গ টেনে ১৬৯৩ সালের এক ঘটনার উল্লেখ করা হয়। পাশাপাশি কমলা রঙে রাঙানো নেতা বলে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। উগান্ডার কথাও এসেছে আলোচনায় পাকিস্তান না খেললে তাদের জন্য সুযোগ তৈরি হতে পারে বলে ব্যঙ্গ করা হয়।
আইসল্যান্ড ক্রিকেটের এই ধারাবাহিক পোস্টকে অনেকে নিছক রসিকতা হিসেবে দেখলেও, কেউ কেউ এটিকে পরিস্থিতি নিয়ে তীক্ষ্ণ মন্তব্য বলেও মনে করছেন।
এদিকে পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও আসেনি। চেয়ারম্যান মহসিন নাকভির নেতৃত্বে পিসিবি শুক্রবার বৈঠকে বসার কথা ছিল। বিভিন্ন সূত্র বলছে, দল সফরের প্রস্তুতি নিয়েছে এবং অস্ট্রেলিয়া দলের সঙ্গে কলম্বোর উদ্দেশে যাত্রার পরিকল্পনাও রয়েছে।
ক্রিফোস্পোর্টস/৩১জানুয়ারি২৬/টিএ
