Connect with us
ফুটবল

আমি ব্যালন ডি’অর জেতার যোগ্য ছিলাম : রাফিনিয়া

Ballon D’Or and Rapinha
ব্যালন ডি'অর ও রাফিনিয়া। ছবি: সংগৃহীত

গত মৌসুমে দারুণ ছন্দে ছিলন বার্সা তারকা রাফিনিয়া, জিতেছেন একাধিক ট্রফি। তবে বহুল কাঙ্ক্ষিত ব্যালন ডি’অর জেতা হয়নি এই ব্রাজিলিয়ান তারকার। গত মৌসুমে ব্যালন ডি’অর জিতেছেন ফরাসি তারকা ওসমান দেম্বেলে। 

দেম্বেলের কাছে ব্যালন ডি’অর হারানোর হতাশা এখানো কাটেনি রাফিনিয়ার। তাঁর দাবি, ২০২৫ সালের ব্যালন ডি’অর জেতার যোগ্য ছিলেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত পুরস্কারটি গেছে পিএসজির দেম্বেলের হাতে। সোফাস্কোরকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যালন ডি’অর জেতা নিনিয়ে কথা বলেছেন রাফিনিয়া।

ব্যালন ডি’অর না জিততে না পারার অনুভূতি নিয়ে রাফিনিয়া বলেন, ‘আমি খুবই হতাশ হয়েছিলাম। অন্তত শীর্ষ তিনে থাকব বলে আশা করেছিলাম। কিন্তু আমি পঞ্চম হলাম, যা আমার জন্য বিস্ময়কর।’



ব্যালন ডি’অর জিততে চ্যাম্পিয়নস লিগের গুরুত্বের কথা স্বীকার করে রাফিনিয়া বলেন, ‘জানতাম জেতা কঠিন, কারণ এই পুরস্কারে চ্যাম্পিয়নস লিগ অনেক বড় ভূমিকা রাখে। তবু আমার মনে হয়েছে, পুরো মৌসুমের পারফরম্যান্স বিবেচনা করলে আমি প্রথম হওয়ার যোগ্য ছিলাম।’

নিজেকে ব্যালন ডি’অরের যোগ্য মনে করেন রাফিনিয়া। তিনি বলেন, ‘শিরোপা, পরিসংখ্যান এবং মাঠে আমার অবদান- সব মিলিয়ে মনে করি, আমি ব্যালন ডি’অর জেতার যোগ্য ছিলাম।’

গত মৌসুমে দারুণ ছন্দে ছিলেন রাফিনিয়া। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৬ ম্যাচে করেছেন ৩৪ গোল এবং ২৫টি অ্যাসিস্ট। তাঁর নেতৃত্বে বার্সেলোনা জিতেছে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কোপা। চ্যাম্পিয়নস লিগেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন রাফিনিয়া। ১৪ ম্যাচে ১৩ গোল ও ৯ অ্যাসিস্ট করেন। তবে বার্সেলোনা সেমিফাইনালে পৌঁছালেও শিরোপা জিততে না পারায় তাঁর ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা কমে যায় বলে মনে করছেন রাফিনিয়া।

নিজের ব্যালন ডি’অর তালিকাও তুলে ধরেন রাফিনিয়া। তিনি বলেন, ‘আমি প্রথম, লামিন ইয়ামাল দ্বিতীয়, পেদ্রি তৃতীয় এবং দেম্বেলে চতুর্থ হওয়ার যোগ্য ছিল।’

তবে দেম্বেলেকে বিজয়ী মানতে দ্বিধা করেননি রাফিনিয়া, ‘যেহেতু পুরস্কারটি মূলত একটি প্রতিযোগিতার ভিত্তিতে দেওয়া হয়, দেম্বেলে জিতেছে এবং সে সত্যিই দুর্দান্ত মৌসুম কাটিয়েছে।’

ক্রিফোস্পোর্টস/৩০জানুয়ারি২৬/এআই

Crifosports announcement

Focus

More in ফুটবল