চূড়ান্ত হলো চ্যাম্পিয়নস লিগের শীর্ষ ৮ দল। সেখানে তাদের সাথে যুক্ত হবে আরও ৮ দল, সে লড়াইয়ে মুখোমুখি হচ্ছে টেবিলের ৯ থেকে ২৪ নম্বরে থাকা দলগুলো। ১৬ দলের লড়াইয়ে রয়েছে বেশকিছু চমক, যেখানে সদ্য বেনফিকার বিপক্ষে বিধ্বস্ত হওয়ায় রিয়ালকে আবার মুখোমুখি হতে হবে মরিনহোর দলের।
লিগের প্রথম পর্বের শেষ ম্যাচে রিয়াল মাদ্রিদকে হারিয়ে চমক দেখায় বেনফিকা। রিয়াল মাদ্রিদকে ৪-২ গোলে বিধ্বস্ত করে হোসে মরিনহোর দল। বেনফিকার জয়ের দিনে আলোচনায় ছিল বেনফিকার গোলকিপারের হেডে দুর্দান্ত গোল।
বেনফিকার বিপক্ষে হেরে পয়েন্ট টেবিলের তিনে থাকা রিয়াল নেমে যায় নয় নাম্বারে। সেকারণেই প্লে অফের বাধা পার করতে হচ্ছে ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটিকে।
আজ (শুক্রবার) অনুষ্ঠিত ড্র তে নকআউট প্লে-অফ রাউন্ডে আবার একে অন্যের সঙ্গে খেলবে রিয়াল ও বেনফিকা। বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই খেলবে স্বদেশী ক্লাব এএস মোনাকোর বিপক্ষে।
অ্যাটলেটিকো মাদ্রিদ খেলবে ক্লাব ব্রুগের বিপক্ষে। জুভেন্টাসের লড়াই তুর্কি ক্লাব গ্যালাতাসারের সঙ্গে। আর রিয়াল আবারো সাবেক কোচ হোসে মরিনহোর দলের মুখোমুখি হচ্ছে। দুই লেগের ম্যাচগুলো হবে ১৭-১৮ ফেব্রুয়ারি ও ২৪-২৫ ফেব্রুয়ারি।
প্লে অফে মুখোমুখি হচ্ছে যারা :
বরুসিয়া ডর্টমুন্ড বনাম আতালান্তা
অলিম্পিয়াকোস বনাম বেয়ার লেভারকুসেন
গ্যালাতাসারে বনাম জুভেন্টাস
ক্লাব ব্রুগ বনাম অ্যাটলেটিকো মাদ্রিদ
মোনাকো বনাম প্যারিস সেন্ট-জার্মেই
বেনফিকা বনাম রিয়াল মাদ্রিদ
কারাবাগ বনাম নিউক্যাসেল ইউনাইটেড
ক্রিফোস্পোর্টস/৩০জানুয়ারি২৬/এআই
