উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০২৫–২৬ মৌসুমে লিগ পর্বের পর্দা নামার পর এবার শুরু হচ্ছে নকআউট লড়াইয়ের প্রস্তুতি। আজ (৩০ জানুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে নকআউট প্লে–অফ পর্বের ড্র।
ড্র অনুষ্ঠিত হবে সুইজারল্যান্ডের নিয়নে উয়েফার সদর দপ্তর ‘হাউস অব ইউরোপিয়ান ফুটবল’-এ। এই পর্বে অংশ নেবে লিগ টেবিলের ৯ম থেকে ২৪তম স্থানে থাকা ১৬টি দল। শীর্ষ ৮ দল সরাসরি শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে। আর ২৫তম থেকে ৩৬তম স্থানে থাকা দলগুলো বিদায় নিয়েছে আগেই।
লিগ পর্বে ৯ম থেকে ১৬তম স্থানে থাকা দলগুলো বাছাই (সিডেড) হিসেবে ড্রয়ে থাকবে। ১৭তম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো থাকবে অবাছাই। নিয়ম অনুযায়ী, প্রতিটি জুটিতে একটি বাছাই ও একটি অবাছাই দল মুখোমুখি হবে। অবাছাই দলগুলো আগে ড্র হবে, পরে তাদের বিপরীতে যুক্ত হবে বাছাই দল। দুই লেগের এই লড়াইয়ে বাছাই দলগুলো দ্বিতীয় লেগ খেলবে নিজেদের মাঠে।
নতুন ফরম্যাটের কারণে লিগ পর্বে ভালো করা দলগুলো একে অপরের বিপক্ষে পড়বে না। তবে একই দেশের দুটি দল কিংবা লিগ পর্বে আগে মুখোমুখি হওয়া দল আবারও একে অপরের প্রতিপক্ষ হতে পারে।
বাছাই দলে রয়েছে রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, পিএসজি, নিউক্যাসল, জুভেন্টাস, আতলেতিকো মাদ্রিদ, আতালান্তা ও লেভারকুসেন। অবাছাই দলে আছে বরুসিয়া ডর্টমুন্ড, অলিম্পিয়াকোস, ক্লাব ব্রুগা, গালাতাসারাই, মোনাকো, কারাবাগ, বোডো/গ্লিমট ও বেনফিকা।
ড্রয়ের পর ফেব্রুয়ারিতে দুই লেগে প্লে–অফ ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ২৭ ফেব্রুয়ারি হবে শেষ ষোলোর ড্র।
প্লে-অফের সম্ভাব্য প্রতিপক্ষ
রিয়াল মাদ্রিদ অথবা ইন্টার মিলান-বোডো/গ্লিমট অথবা বেনফিকা
পিএসজি অথবা নিউক্যাসল-মোনাকো অথবা কারাবাগ
জুভেন্টাস অথবা আতলেতিকো-ব্রুগা অথবা গালাতাসারাই
আতালান্তা অথবা লেভারকুসেন-ডর্টমুন্ড অথবা অলিম্পিয়াকোস
শেষ ষোলোর সম্ভাব্য লাইনআপ
পিএসজি/নিউক্যাসল/মোনাকো/কারাবাগ বার্সেলোনা/চেলসি
জুভেন্টাস/আতলেতিকো/ব্রুগা/গালাতাসারাই লিভারপুল-টটেনহাম
রিয়াল মাদ্রিদ/ইন্টার মিলান/বোডো-গ্লিমট/বেনফিকা স্পোর্তিং/ম্যানচেস্টার সিটি
আতালান্তা/লেভারকুসেন/ডর্টমুন্ড/অলিম্পিয়াকোস আর্সেনাল/বায়ার্ন
বাংলাদেশ থেকে উয়েফার অফিসিয়াল ওয়েবসাইট ও অ্যাপ ছাড়াও সনি স্পোর্টস টেন চ্যানেলে সরাসরি দেখা যাবে ড্র অনুষ্ঠান।
ক্রিফোস্পোর্টস/৩০জানুয়ারি২৬/টিএ
