বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত ছন্দ ধরে রাখল বাংলাদেশ নারী ক্রিকেট দল। নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে শুক্রবার স্কটল্যান্ডকে ৯০ রানে হারিয়ে টানা ষষ্ঠ জয় তুলে নিয়েছে নিগার সুলতানার দল।
ত্রিভুবন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুটা এনে দেন দুই ওপেনার দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস। উদ্বোধনী জুটিতে আসে ৬৭ রান। ৩৯ রান করে ফিরেছেন দিলারা, জুয়াইরিয়া করেন ২২। এরপর অল্প ব্যবধানে শারমিন আক্তার সুপ্তাও (১৫) বিদায় নিলে কিছুটা চাপ তৈরি হয়।
সেখান থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেন অধিনায়ক নিগার সুলতানা ও সোবহানা মোস্তারি। চতুর্থ উইকেটে দুজন মিলে যোগ করেন ১০০ রান। নিগার ৩৫ বলে ৫ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৫৬ রান করেন। সোবহানা ২৩ বলে ৪৭ রানের দ্রুত ইনিংস খেলে আউট হন। শেষ দিকে রান তোলার গতি কমেনি। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯১ রান তোলে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে এটি তাদের যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ।
১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় স্কটল্যান্ড। ইনিংসের প্রথম বলেই উইকেট নেন মারুফা আক্তার। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। মাঝখানে ঘুরে দাঁড়ানোর চেষ্টা থাকলেও বড় জুটি গড়তে পারেনি স্কটিশরা। আট নম্বরে নামা পিপা স্প্রাউল ২৭ রান করে দলের সর্বোচ্চ স্কোরার হন। ২০ ওভারে ৯ উইকেটে ১০১ রানেই থামে তাদের ইনিংস।
মারুফা ৩ উইকেট নেন, স্বর্ণা আক্তার পান ২টি। রাবেয়াও একটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। ব্যাট ও বল দুই বিভাগেই প্রাধান্য রেখে বড় ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
গ্রুপ পর্বে চার জয় এবং সুপার সিক্সে দুই জয় সব মিলিয়ে বাছাইপর্বে এখন পর্যন্ত অপরাজিত নিগাররা। বিশ্বকাপের টিকিট নিশ্চিতের পরও ছন্দ যে অটুট আছে, স্কটল্যান্ডের বিপক্ষে সেই বার্তাই দিল বাংলাদেশ নারী দল।
ক্রিফোস্পোর্টস/৩০জানুয়ারি২৬/টিএ
