মরক্কোর রাজধানী রাবাতে গত ১৯ জানুয়ারি আফ্রিকান কাপ অব নেশন্সের (আফকন) মহানাটকীয় ফাইনাল দেখেছে ফুটবল বিশ্ব। ঘটনাবহুল ফাইনাল জিতে চ্যাম্পিয়ন হওয়ার ১০ দিন পর এবার বড় শাস্তি পেলেন সেনেগালের কোচ পেপ থিয়াও। এছাড়াও দু’দলের অনেকেই পড়েছেন জরিমানা ও নিষেধাজ্ঞার কবলে।
এক বিবৃতিতে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল জানিয়েছে, ফাইনালে খেলোয়াড়দের মাঠ ছেড়ে যেতে বলায় অপেশাদার আচরণের কারণে সেনেগালের কোচ পেপ থিয়াওকে পাঁচ ম্যাচ নিষেধাজ্ঞার পাশাপাশি ১ লাখ ডলার জরিমানা করা হয়েছে।
থিয়াওয়ের পাশাপাশি শাস্তি পেয়েছেন আরও বেশ কয়েকজন। ম্যাচে ও গ্যালারিতে সমর্থকদের উচ্ছৃঙ্খল আচরণের কারণে সেনেগালের ফুটবল ফেডারেশনকে ৬ লাখ ১৫ হাজার ডলার জরিমানা করা হয়েছে।
এছাড়াও জরিমানার কবলে পড়েছেন সেনেগালের দুই ফুটবলার ইলিমান নিদায়ে ও ইসমাইলিয়া সার, তাদেরকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। রেফারির সঙ্গে তর্কে জড়ানোর জন্য এই শাস্তির মুখোমুখি হয়েছেন তারা।
খেলা বন্ধ করে মাঠ ছেড়ে চলে যাওয়ায় সেনেগালের বিরুদ্ধে অভিযোগ করে ফল নিজেদের পক্ষে আনার আবেদন করেছিল মরক্কো। তবে সেটি উড়িয়ে দিয়েছে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল।
বরং ম্যাচজুড়ে বল বয়দের আচরণ, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সাথে ফুটবলার ও স্টাফদের আচরণ ও দর্শকদের লেজার ব্যবহারের কারণে মরক্কোর ফুটবলার ফেডারেশনকে ৩ লাখ ১৫ হাজার ডলার জরিমানা করা হয়েছে। এর সঙ্গে অধিনায়ক আশরাফ হাকিমি ২ ম্যাচ ও ইসমাইল সাইবারি ৩ ম্যাচে নিষেধাজ্ঞাও পেয়েছেন।
আফকনের ফাইনালে নিজেদের একটি গোল বাতিল হওয়া ও মরক্কোর একটি পেনাল্টি পাওয়াকে কেন্দ্র করে নিজের খেলোয়াড়দের মাঠ ছেড়ে চলে যেতে বলেছিলেন সেনেগালের কোচ থিয়াও। এর ফলে প্রায় ১৪ মিনিট বন্ধ ছিল খেলা।
যদিও শেষপর্যন্ত অতিরিক্ত সময়ে গোল করে দ্বিতীয়বারের মতো আফ্রিকার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে সাদিও মানের সেনেগাল। তবে চ্যাম্পিয়ন হওয়ার ১০ দিন পর শাস্তির খবর পেল সেনেগাল।
ক্রিফোস্পোর্টস/২৯জানুয়ারি২৬/এআই
