কয়েক সপ্তাহ ধরে চলা আলোচনা-সমালোচনার পর ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে আইসিসি। ইতোমধ্যে বাংলাদেশের জায়গায় আমন্ত্রণ জানানো হয়েছে স্কটল্যান্ডকে। মূলত ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে বাংলাদেশ অনড় অবস্থানে থাকার ঘোষণা দিয়ে আসছিল শুরু থেকেই।
নিরাপত্তার অজুহাতে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর থেকে দু-দেশের রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে যায়। এরই ধারাবাহিকতায় ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আইসিসির সাথে কয়েক দফা বৈঠকেও নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে বিসিবি। ফলে শেষ পর্যন্ত বাদ পড়ে টাইগাররা।
বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় বড় বিরতি পাচ্ছে বাংলাদেশ দল। এখন ক্রিকেটাররা নিজ শহরে অবস্থান করছেন, পরিবারের সাথে ছুটি কাটাচ্ছেন। আগামী মাসে রয়েছে বিসিএল। তার আগে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য আরো একটি টুর্নামেন্ট আয়োজনের চেষ্টার কথা জানা গিয়েছিল।
বিপিএলের পরেই বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক বলেছিলেন, বিশ্বকাপে খেলা না হলে যাতে ঘরোয়া কোনো টুর্নামেন্ট আয়োজন করা হয়। এবার সত্যি হতে যাচ্ছে শান্তের চাওয়া। আগামী ১ ফেব্রুয়ারি থেকে জাতীয় দলে থাকা এবং জাতীয় দলের পুলে থাকা ক্রিকেটারদের নিয়ে শুরু হবে কন্ডিশনিং ক্যাম্প। যা চলবে সপ্তাহখানেক ধরে।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন, শোনা যাচ্ছে নির্বাচনের পরেই মাঠে গড়াতে যাচ্ছে দেশীয় ক্রিকেটারদের নিয়ে আয়োজিত হতে যাওয়া টুর্নামেন্টটি।
মূলত দুটি লক্ষ্য নিয়ে আয়োজিত হতে যাচ্ছে টুর্নামেন্টটি। বিশ্বকাপে খেলতে না পারায় ক্রিকেটাররা যে মানসিক বিপর্যয়ে পড়েছে, তা থেকে উত্তরণ ও দীর্ঘ সময় ক্রিকেটারদের মাঠের বাইরে না রেখে প্রতিযোগীতার মাঝে রাখা।
ক্রিফোস্পোর্টস/২৯জানুয়ারি২৬/এআই
