নারী এশিয়ান কাপ সামনে রেখে ২৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বৃহস্পতিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দল জানানো হয়। দলে সবচেয়ে আলোচিত সংযোজন সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী। এবারই প্রথম তিনি বাংলাদেশ জাতীয় দলে ডাক পেলেন।
প্রাথমিক দলে মূলত সাম্প্রতিক সময়ে জাতীয় দলের হয়ে খেলা পরিচিত মুখরাই আছেন। আফঈদা খন্দকার, শাহেদা আক্তার রিপা, মোসাম্মৎ সাগরিকা, উন্নতি খাতুন, শিউলি আজিম, রুপনা চাকমা, মারিয়া মান্দা, তহুরা খাতুন, মনিকা চাকমাদের রাখা হয়েছে দলে। এই ২৯ জন থেকে পরবর্তীতে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করা হবে।
বাংলাদেশ নারী দল প্রথমবারের মতো এশিয়ান কাপে অংশ নিতে যাচ্ছে। ১২ দলের এই আসরে র্যাঙ্কিং বিবেচনায় বাংলাদেশই সবচেয়ে পিছিয়ে। তাই প্রত্যাশা খুব বেশি না থাকলেও প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চাইছে না দল। টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান তিনটিই এশিয়ার শক্তিশালী দল।
আসরের প্রস্তুতির অংশ হিসেবে আগামী ২২ ফেব্রুয়ারি সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। পাঁচটি পূর্ণ মাপের মাঠসমৃদ্ধ এই ভেন্যুতে রয়েছে সিনথেটিক ও প্রাকৃতিক ঘাসের মাঠ, ফ্লাডলাইট সুবিধা এবং আলাদা রিকভারি ও ওয়ার্মআপ জোন। ১ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত চলবে নারী এশিয়ান কাপ।
বাংলাদেশের ২৯ সদস্যের প্রাথমিক দল:
শামসুন্নাহার সিনিয়র, শামসুন্নাহার জুনিয়র, মনিকা চাকমা, মারিয়া মান্দা, তহুরা খাতুন, মিলি আক্তার, সিনহা জাহান শিখা, তনিমা বিশ্বাস, মোসাম্মৎ রুমা আক্তার, মোসাম্মৎ হালিমা আক্তার, মোসাম্মৎ সুলতানা, উম্মে কুলসুম, নবিরন খাতুন, মোসাম্মৎ ফেরদৌসি আক্তার সোনালী, কোহাতি কিসকু, ঐরিন খাতুন, মোসাম্মৎ সুরমা জান্নাত, মোসাম্মৎ সাগরিকা, উমেহলা মারমা, রুপনা চাকমা, স্বর্ণা রানি মন্ডল, আফঈদা খন্দকার, শিউলি আজিম, স্বপ্না রানি, শাহেদা আক্তার রিপা, ঋতুপর্ণা চাকমা, নাদিয়া আক্তার জুতি, আনিকা রানিয়া সিদ্দিকী, উন্নতি খাতুন।
ক্রিফোস্পোর্টস/২৯জানুয়ারি২৬/টিএ
