বিশ্বের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগগুলোর তুলনামূলক মূল্যায়নে বাংলাদেশের বিপিএলকে প্রায় তলানিতেই রেখেছে ইংল্যান্ডভিত্তিক ক্রিকেট ম্যাগাজিন দ্য ক্রিকেটার্স। চারটি ভিন্ন মানদণ্ডে করা পর্যালোচনায় তিন বিভাগে দশ দলের মধ্যে দশম হয়েছে বিপিএল।
ম্যাগাজিনটি বিশ্বের ১০টি ফ্র্যাঞ্চাইজি লিগকে নিয়ে বিশ্লেষণ করেছে চারটি ক্যাটাগরিতে এন্টারটেইনমেন্ট ভ্যালু, কোয়ালিটি অব ক্রিকেট, ভায়াবিলিটি বা স্থায়িত্ব ও গ্রহণযোগ্যতা এবং সার্বিক মূল্যায়ন।
এন্টারটেইনমেন্ট ভ্যালুতে সবার ওপরে জায়গা পেয়েছে দক্ষিণ আফ্রিকার এসএ-২০। এরপর রয়েছে আইপিএল, বিগ ব্যাশ, দ্য হান্ড্রেড, সিপিএল, মেজর লিগ ক্রিকেট (এমএলসি), পিএসএল, আইএলটি২০, এলপিএল এবং সবশেষে বিপিএল।
কোয়ালিটি অব ক্রিকেটে শীর্ষে আইপিএল। দ্বিতীয় স্থানে এসএ-২০। এরপর দ্য হান্ড্রেড, বিগ ব্যাশ, পিএসএল, সিপিএল, আইএলটি২০, এমএলসি, এলপিএল এবং আবারও তালিকার তলানিতে বিপিএল।
স্থায়িত্ব ও গ্রহণযোগ্যতার ক্ষেত্রে বিপিএল এক ধাপ উপরে উঠলেও অবস্থান খুব বেশি বদলায়নি। এই ক্যাটাগরিতে বিপিএল রয়েছে নবম স্থানে। সবার নিচে রাখা হয়েছে আইএলটি-২০কে। এখানে শীর্ষে আইপিএল, এরপর দ্য হান্ড্রেড, এসএ-২০, বিগ ব্যাশ, পিএসএল ও এমএলসি (যৌথ অবস্থান), সিপিএল এবং এলপিএল।
সব দিক মিলিয়ে সামগ্রিক র্যাংকিংয়েও বিপিএল দশম। এক থেকে দশ পর্যন্ত ক্রম অনুযায়ী অবস্থান আইপিএল, এসএ-২০, বিগ ব্যাশ, দ্য হান্ড্রেড, সিপিএল, পিএসএল, এমএলসি, আইএলটি২০, এলপিএল ও বিপিএল।
উল্লেখযোগ্য বিষয় হলো, অন্তত একটি গুরুত্বপূর্ণ সূচকে আইপিএলকে ছাড়িয়ে গেছে এসএ-২০। এন্টারটেইনমেন্ট ভ্যালুতে দক্ষিণ আফ্রিকার লিগটিকে এক নম্বরে রাখা হয়েছে, যেখানে আইপিএল দ্বিতীয়।
বিপিএল নিয়ে সাম্প্রতিক বছরগুলোতে আয়োজন, বিদেশি খেলোয়াড় সংকট, দল পরিবর্তন এবং আর্থিক অনিশ্চয়তা নিয়ে প্রশ্ন ছিলই। বিশেষ করে গত কয়েকটি সিজনে বিপিএলকে সবচেয়ে বেশি বিতর্কের মধ্য দিয়ে যেতে হয়েছে। তবে, আন্তর্জাতিক একটি ক্রিকেট সাময়িকীর এই মূল্যায়ন সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করল। এখন দেখার বিষয়, ভবিষ্যৎ আসরগুলোতে কাঠামোগত পরিবর্তন ও মানোন্নয়নের মাধ্যমে নিজেদের অবস্থান কতটা বদলাতে পারে বিপিএল।
ক্রিফোস্পোর্টস/২৮জানুয়ারি২৬/টিএ
