ভারত–পাকিস্তান সম্পর্ক ঘিরে যখন আবারও আলোচনা তুঙ্গে, তখন মুখ খুললেন পাকিস্তানের সাবেক তারকা স্পিনার সাকলায়েন মুশতাক। তার মতে, রাজনীতি মানবতার জন্য ক্ষতিকর এটা দূর হওয়াই ভালো। বরং ক্রিকেট দেশকে কাছে আনে, দূরে ঠেলে দেয় না বলেও মন্তব্য করেছেন তিনি।
ভারতের বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকলায়েন মুশতাক বলেন, রাজনীতি কেবল খেলাধুলা নয়, সামগ্রিক মানবিক সম্পর্ককেও ক্ষতিগ্রস্ত করছে। তার বক্তব্য মতে, রাজনীতি আমাদের শত্রু। এটি শুধু ক্রিকেটকে নয়, পুরো মানবতাকে আঘাত করে। ক্রিকেটের লক্ষ্য দেশগুলোকে একসঙ্গে আনা, আলাদা করা নয়।
দীর্ঘদিন ধরেই ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে। সর্বশেষ ২০১২-১৩ মৌসুমে দুই দল মুখোমুখি হয়েছিল। সে সময় পাকিস্তান ভারত সফরে গিয়ে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল। টি-টোয়েন্টি সিরিজ ড্র হলেও ওয়ানডেতে ২-১ ব্যবধানে জিতেছিল পাকিস্তান। এরপর থেকে দুই দল কেবল আইসিসি ইভেন্ট বা বহুজাতিক টুর্নামেন্টেই মুখোমুখি হয়েছে। কিন্তু কোনো প্রকার দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি।
সাকলায়েনের মতে, ক্রিকেটকে কখনোই সংঘাত বা শক্তি প্রদর্শনের মঞ্চ বানানো উচিত নয়। তিনি মনে করেন, ক্রিকেট মানে বিনোদন। এটা যুদ্ধক্ষেত্র নয়।
বাংলাদেশের বিশ্বকাপ ইস্যু নিয়েও তাকে প্রশ্ন করা হয়। তবে এ বিষয়ে মন্তব্য করতে চাননি সাবেক এই অফস্পিনার। তার কথা স্পষ্ট, তিনি রাজনীতিতে বিশ্বাস করেন না এবং রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে কথা বলতেও আগ্রহী নন।
ক্রিকেট–রাজনীতি সম্পর্ক নিয়ে বিতর্ক নতুন নয়। তবে সাকলায়েনের বক্তব্য আবারও সেই পুরনো প্রশ্ন সামনে এনেছে খেলাধুলা কি রাজনীতির প্রভাবমুক্ত থাকতে পারে? অন্তত তার অবস্থান পরিষ্কার, মাঠের খেলাকে মাঠেই সীমাবদ্ধ রাখা উচিত।
এদিকে, টি–টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে অনিশ্চয়তা কাটছে না। নিরাপত্তা উদ্বেগের কথা জানিয়ে ভারত যেতে অস্বীকৃতি জানানোর পর বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেয় আইসিসি। তাদের জায়গায় সুযোগ পায় স্কটল্যান্ড।
ক্রিফোস্পোর্টস/২৭জানুয়ারি২৬/টিএ
