কয়েক সপ্তাহ ধরে চলা নাটকীয়তার পর ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে আইসিসি, বাংলাদেশের পরিবর্তে আমন্ত্রণ জানানো হয়েছে স্কটল্যান্ডকে। এবার বাংলাদেশের সাংবাদিকদের বিশ্বকাপ কাভার করার অ্যাক্রিডিটেশন নাকচ করেছে আইসিসি। এই বিষয়ে আইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ (মঙ্গলবার) সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিশ্বকাপ ইস্যুতে কথা বলেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। সাংবাদিকদের বিশ্বকাপ কাভার করার অ্যাক্রিডিটেশন নাকচ করার বিষয়ে তিনি বলেন, ‘এটা তো গতকাল (সোমবার) সিদ্ধান্তটা এসেছে, এরপর আমরা জানতে চেয়েছি, ব্যাখা চেয়েছি। ওটা ভেতরকার গোপনীয় বিষয় কিন্তু আমরা জানতে চেয়েছি।’
বাংলাদেশের সাংবাদিকদের করা বিশ্বকাপ কাভারের সবগুলো আবেদন নাকচ করে দিয়েছে আইসিসি। গতকাল (সোমবার) দুপুরের পর থেকে ফিরতি মেইলে প্রত্যেকের আবেদন প্রত্যাখ্যানের খবর জানায় আইসিসি।
এর আগে অনেক ফটো সাংবাদিকদের আবেদন গ্রহণ করে শুরুতে ভিসা লেটারও পাঠিয়ে দিয়েছিল আইসিসি। কিন্তু গতকাল তাদেরকেও নতুন মেইলে জানানো হয়, আবেদন প্রত্যাখ্যান হয়েছে।
১৯৯৯ সালের পর এবারই প্রথম বাংলাদেশের অংশগ্রহণ ছাড়াই অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ। তবে এর আগে থেকেই বিশ্বকাপ কাভার করছেন বাংলাদেশের সাংবাদিকরা। ১৯৯৬ সালের ওয়ানডে বিশ্বকাপ বা সবশেষ ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ না থাকলেও ছিলেন সাংবাদিকরা।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমজাদ হোসেন বলেন, ‘গণমাধ্যমকর্মীদের জন্য এটা গুরুত্বপূর্ণ নয় যে (দেশ) অংশগ্রহণ করতেই হবে। (২০১৩) চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ অংশ নেয়নি তারপরও আমাদের সাংবাদিকরা সেখানে গিয়েছিলেন কাভার করতে। এছাড়া ফিফা বিশ্বকাপে আমাদের দল কখনো অংশ নেয়নি কিন্তু সাংবাদিকরা নিয়মিত যান কাভার করতে।’
বাংলাদেশ দলের বিশ্বকাপে না খেলার সঙ্গে সংবাদকর্মীদের অ্যাক্রিডিটেশনের বিষয়টি না মেলানোর কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা বিশ্বকাপে শর্ত দিয়েছি নিরাপত্তা ইস্যুতে যে আমরা একটা নির্দিষ্ট ভেন্যুতে (দেশ) খেলতে পারব না, এমন নয় পুরো বিশ্বকাপেই খেলব না। আমাদের বিকল্প অনুরোধ ছিল এটা পূর্ণ করা হয়নি। এরপর সেখান থেকে আমরা সরে এসেছি। এর সঙ্গে অন্য কিছু মেলানো ঠিক হবে না।’
ক্রিফোস্পোর্টস/২৭জানুয়ারি২৬/এআই
