Connect with us
ক্রিকেট

আইসিসির র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের নারীদের চমক

Bangladesh Women Cricket Team
বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

আইসিসির প্রকাশিত নারীদের টি–টোয়েন্টি প্লেয়ার র‍্যাঙ্কিংয়ের সর্বশেষ তালিকায় দারুণ উন্নতি করেছে বাংলাদেশের নারীরা। আইসিসি নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশ খেলোয়াড়েরা অনবদ্য পারফরম্যান্সই এই উন্নতির কারণ। দলের র‍্যাঙ্কিংয়ে ১০ম অবস্থানে রয়েছে টাইগ্রেসরা।

নেপালে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাছাইপর্বের গ্রুপপর্বে নিজেদের চার ম্যাচেই জয় তুলে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। চার ম্যাচ জিতে গ্রুপের শীর্ষে থেকেই সুপার সিক্সে পা রেখেছে টাইগ্রেসরা।

বাছাইপর্বে বাংলাদেশের কয়েকজন দারুণ পারফরম্যান্স দেখিয়ে নজর কেড়েছেন, এদের মধ্যে আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক শারমিন আক্তার করেছেন চার ইনিংসে ১৫৬ রান। টি–টোয়েন্টি ব্যাটারদের তালিকায় ২২ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৫তম স্থানে উঠেছেন আসরে দুই ফিফটি করা এই ব্যাটার।



তার সতীর্থ সোবাহানা মোস্তারি এগিয়েছেন ১১ ধাপ, তালিকায় যৌথভাবে ৫২তম স্থানে অবস্থান করছেন এই অলরাউন্ডার। ব্যাটার তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন অজি ব্যাটার বেথ মোনিই। ২য় ও ৩য় অবস্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস্টেন ম্যাথেউজ ও ভারতের স্মৃতি মান্দানা।

টি–টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়েও দারুণ উন্নতি করেছে বাংলাদেশের নারীরা। বাছাইপর্বে প্রথম চার ম্যাচে ৭ উইকেট স্পিনার রাবেয়া খান এক ধাপ এগিয়ে উঠে এসেছেম ১৪তম স্থানে। ফাতেমা খাতুন এগিয়েছেন ৬ ধাপ, ৩৬তম অবস্থান থেকে বর্তমানে ৩০তম স্থানে পৌঁছেছেন তিনি।

বোলারদের তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন অ্যানাবেল সাউদার্লান্ড। ২য় ও ৩য় অবস্থানে রয়েছেন ভারতের দীপ্তি শর্মা ও পাকিস্তানের সাদিয়া ইকবাল।

ক্রিফোস্পোর্টস/২৭জানুয়ারি২৬/এআই

Crifosports announcement

Focus

More in ক্রিকেট