Connect with us
ক্রিকেট

আইসিসিকে ‘ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল’ বললেন আফ্রিদি

Afridi
আইসিসিকে আফ্রিদির বিরুপ মন্তব্য। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাম্প্রতিক সিদ্ধান্ত ঘিরে বিতর্ক আরও তীব্র হলো শহীদ আফ্রিদির মন্তব্যে। বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের অনুরোধ নাকচ করার পর থেকেই সংস্থাটির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। সেই বিতর্কে এবার সরাসরি ভারতের প্রভাবের প্রসঙ্গ টেনে আইসিসিকে কটাক্ষ করলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।

এক টেলিভিশন আলোচনায় আফ্রিদি বলেন, আইসিসি এখন আর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল নয়, এটা ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল হয়ে গেছে। তার দাবি, বৈশ্বিক ক্রিকেট প্রশাসনে ভারতের প্রভাব এতটাই বেশি যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোতে সেটির প্রতিফলন স্পষ্ট দেখা যায়।

বাংলাদেশের অনুরোধ কেন গুরুত্ব পেল না এই প্রশ্ন এখন ক্রিকেট মহলে আলোচনার কেন্দ্র। একাধিক বিশ্লেষকও মনে করছেন, আইসিসির সিদ্ধান্ত প্রক্রিয়ায় ভারতীয় বোর্ডের প্রভাব অস্বীকার করার সুযোগ নেই। যদিও সংস্থার পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা এখনো আসেনি।



বর্তমান আইসিসি চেয়ারম্যান জয় শাহ। দায়িত্ব নেওয়ার আগে তিনি ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে ছিলেন। এ প্রসঙ্গ টেনে আফ্রিদি বলেন, চেয়ারম্যান ভারতের, বিনিয়োগ ভারতের, অর্থনৈতিক শক্তিও ভারতের এটা সবাই জানে। কিন্তু এভাবে দেখানো ঠিক না।

তিনি আরও বলেন, ভারতীয় বোর্ড নিজেও রাজনৈতিক চাপের বাইরে নয়। বিসিসিআই চায় খেলতে, অন্য দেশেও খেলতে চায়। কিন্তু শেষ পর্যন্ত বিষয়টা সরকারের সিদ্ধান্তের সঙ্গে জড়িয়ে যায়।

তার বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও ইঙ্গিত করা হয়, যা স্বাভাবিকভাবেই নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। ক্রিকেট প্রশাসনের বাইরে রাজনৈতিক প্রভাব কতটা কাজ করছে এ প্রশ্নও নতুন করে সামনে এসেছে।

আইসিসি এখনো আফ্রিদির মন্তব্যে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে তার এই মন্তব্য বিশ্ব ক্রিকেটে চলমান আলোচনাকে আরও নতুন মাত্রা যোগ করবে তা বলাই যায়।

এর আগে ব্যতিক্রমী মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম। তিনি বলেন, বাংলাদেশ না খেললে সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত এর দায় পাকিস্তানের নেওয়ার প্রয়োজন নেই। তাছাড়া পাকিস্তান ক্রিকেটের জন্য বাংলাদেশ কী করেছে? এমন প্রশ্নও রাখেন তিনি।

ক্রিফোস্পোর্টস/২৭জানুয়ারি২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট