জাতীয় দলে সাকিব আল হাসানের ফেরার সম্ভাবনা নিয়ে আবারও আলোচনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাম্প্রতিক বোর্ড সভায় তাকে ফেরানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে দুই পক্ষের মধ্যে যোগাযোগ শুরু হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিসিবি পরিচালক আমজাদ হোসেন বলেন, সাকিবের সঙ্গে আলোচনা চলছে। এক প্রশ্নোত্তরে তিনি বলেন, জি আলোচনা চলমান আছে। বিস্তারিত কিছু না জানালেও বোর্ড যে বিষয়টি নিয়ে সক্রিয়, সেটি স্পষ্ট করেছেন তিনি।
গত বছরের ৫ আগস্টের পর থেকে দেশে ফেরেননি সাকিব। গেল বছরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে বিদায় নেওয়ার ইচ্ছা থাকলেও সেটি বাস্তবায়িত হয়নি। পাকিস্তান ও ভারত সফরের পর জাতীয় দলের জার্সিতেও আর দেখা যায়নি তাকে। অবসর নিয়ে যে পরিকল্পনা ছিল, সেটিও ঝুলে আছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিব জানান, একটি সিরিজ খেলে আনুষ্ঠানিকভাবে বিদায় নিতে চান। তার মতে, ভালোভাবে একটা সিরিজ খেলে শেষ করতে পারলে ভালো লাগবে। সেই মন্তব্যের পরই বোর্ড পর্যায়ে আলোচনায় গতি আসে।
২৪ জানুয়ারির সভায় বিসিবি তাকে ফেরানোর ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেয়। বোর্ডের কয়েকজন পরিচালক জানান, প্রয়োজনে সরকারের সঙ্গেও সমন্বয় করা হবে, যাতে সাকিব দেশের মাটিতে বিদায়ের সুযোগ পান। এমনকি সাকিব ফিট থাকলে যে সিরিজগুলোতে তিনি এভেলেবল থাকবেন নির্বাচকরা চাইলে তাকে দলেও নিতে পারবেন।
সব মিলিয়ে পরিস্থিতি এখন আলোচনার পর্যায়ে। চূড়ান্ত সিদ্ধান্ত না এলেও, সাকিবকে আবার বাংলাদেশের জার্সিতে দেখার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর সাকিব বাংলাদেশে ফিরতে পারেনি। রাজনৈতিক বিভিন্ন কারণে তার দেশে ফেরা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়। মাঝে একবার দেশে ফেরার উদ্যোগ নেওয়া হলেও দুবাই থেকে এসে ফেরত যেতে হয় তাকে। নতুন করে আবার তার দেশে ফেরা নিয়ে আলোচনা চলমান রয়েছে।
ক্রিফোস্পোর্টস/২৭জানুয়ারি২৬/টিএ
