টি–টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে পাকিস্তানের সম্ভাব্য বয়কট ইস্যুতে ভিন্ন সুর তুলেছেন দেশটির সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর আলোচনা চললেও, আকরামের মতে এমন সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেটের জন্য ফলপ্রসূ হবে না।
বাংলাদেশকে ২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। এই সিদ্ধান্তের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আনুষ্ঠানিকভাবে অসন্তোষ জানায়। বোর্ড চেয়ারম্যান মহসিন নাকভি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করে জানিয়েছেন, অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকার নেবে। আগামী কয়েক দিনের মধ্যে অবস্থান স্পষ্ট হতে পারে।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, পাকিস্তান সরে দাঁড়ালে ‘এ’ গ্রুপে তাদের জায়গায় বাংলাদেশকে ফেরানো হতে পারে। সে ক্ষেত্রে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের সম্ভাবনাও আছে। তবে এসবই নির্ভর করছে পাকিস্তানের সিদ্ধান্তের ওপর।
ঠিক এই প্রেক্ষাপটে এক টেলিভিশন আলোচনায় আকরাম প্রশ্ন তোলেন, অন্য দেশের সিদ্ধান্তের কারণে পাকিস্তান কেন নিজেদের ক্ষতির ঝুঁকি নেবে? তার বক্তব্য, আবেগের বশে বিশ্বকাপ বর্জনের মতো পদক্ষেপ নেওয়া উচিত নয়। এমন সিদ্ধান্তে আইসিসির সম্ভাব্য নিষেধাজ্ঞা বা আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে পাকিস্তান ক্রিকেট।
আকরামের মতে, পাকিস্তানের উচিত নিজেদের খেলায় মনোযোগ দেওয়া এবং বিশ্বকাপ জয়ের লক্ষ্যেই এগোনো। বাংলাদেশ না খেললে সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত এর দায় পাকিস্তানের নেওয়ার প্রয়োজন নেই বলেই মত তার।
পিসিবি ইতোমধ্যে জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে বৈঠক করে বোর্ডের অবস্থান ব্যাখ্যা করেছে। তবে সরকারিভাবে এখনো কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি। পরিস্থিতি তাই অনিশ্চিতই রয়ে গেছে।
এদিকে, বাংলাদেশ ইস্যুতে ইতিমধ্যেই পাকিস্তানের সাবেক দুই কিংবদন্তি ক্রিকেটার বাসিত আলী ও মোহাম্মদ ইউসুফ আইসিসির কড়া সমালোচনা করেছেন।
বাংলাদেশ ইস্যুতে আইসিসির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক বাড়লেও, পাকিস্তান শেষ পর্যন্ত কোন পথে হাঁটবে সেটিই এখন মূল প্রশ্ন। আর সেই সিদ্ধান্তই নির্ধারণ করবে বিশ্বকাপের চূড়ান্ত সমীকরণ।
ক্রিফোস্পোর্টস/২৭জানুয়ারি২৬/টিএ
