টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্তে এবার মুখ খুললেন পাকিস্তানের সাবেক ব্যাটার মোহাম্মদ ইউসুফ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) শাসনব্যবস্থা ও নীতিগত অবস্থান নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন তিনি।
নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে বাংলাদেশ তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিল। তবে আইসিসি সেই প্রস্তাব নাকচ করে জানায়, নির্ধারিত সূচি অনুযায়ী ভারতেই খেলতে হবে। শেষ পর্যন্ত অবস্থান না বদলানোয় বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়।
এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে ইউসুফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ক্রিকেটের মতো বৈশ্বিক খেলায় ধারাবাহিকতা ও সুশাসন সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগকে গুরুত্ব না দেওয়ায় সেই প্রশ্নই সামনে এসেছে বলে মনে করেন তিনি।
দর্শকসংখ্যার প্রসঙ্গও টেনেছেন সাবেক এই ব্যাটার। তার দাবি, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, নেপাল, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, নামিবিয়া, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সম্মিলিত টিভি দর্শকসংখ্যা প্রায় ১৭৮ মিলিয়ন, যা বাংলাদেশের একক দর্শকসংখ্যা ১৭৬ মিলিয়নের কাছাকাছি। অর্থাৎ বৈশ্বিক ক্রিকেট বাজারে বাংলাদেশের গুরুত্ব অস্বীকার করা যায় না এমন ইঙ্গিতই দিয়েছেন তিনি।
ইউসুফের মতে, আন্তর্জাতিক ক্রিকেটে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রভাব বা পছন্দের ভিত্তিতে সুবিধা দেওয়া হলে ন্যায্যতা ক্ষুণ্ন হয়। ক্রিকেটকে নীতির ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
আইসিসির পক্ষ থেকে এ বিষয়ে নতুন করে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বাংলাদেশকে ঘিরে চলমান বিতর্কে ইউসুফের মন্তব্য আলোচনায় নতুন মাত্রা যোগ করল।
এছাড়া চলমান ঘটনা নিয়ে মুখ খুললেন আরেক পাকিস্তানি ক্রিকেটার বাসিত আলী। ইউটিউব শো ‘গেম প্ল্যান’-এ বাসিত আলী সরাসরি অর্থনৈতিক দিকটি সামনে আনেন। তার বক্তব্য, পাকিস্তান সরে দাঁড়ালে সম্প্রচারকারীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। বিশেষ করে ভারত–পাকিস্তান ম্যাচ না হলে টুর্নামেন্টের বাণিজ্যিক মূল্য কমে যাবে বলেই মনে করেন তিনি।
এরই মধ্যে বাংলাদেশকে সমর্থন দিয়ে পাশে দাড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। গুঞ্জন ছিল তারাও বিশ্বকাপ বয়কটের ডাক দিতে পারে। তবে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয় তা সময়ই বলে দেবে।
ক্রিফোস্পোর্টস/২৭জানুয়ারি২৬/টিএ
