ফরাসি তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপে ২০২৬ সালের ব্যালন ডি’অর জিতবেন বলে মনে করেন সাবেক ফরাসি ফুটবলার বাকারি সানিয়া। ফরাসি তারকা স্ট্রাইকারকে নিয়ে এমন ভবিষ্যতবাণীর কারণও বলেছেন বাকারি।
গোল ডট কমকে দেওয়া সাক্ষাৎকারে বাকারি বলেন, ২০১৮ সালের পর আরেকটি বিশ্বকাপ ট্রফি জিততে চলেছেন এমবাপে। চলতি বছরে বিশ্বকাপ থাকায় ক্লাব পারফরম্যান্স ছাড়াও বিশ্বকাপে ভালো করার সুযোগ রয়েছে এমবাপের সামনে।
২০১৮ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে নেমেই বাজিমাত করেছিলেন এই ফরাসি স্ট্রাইকার। নিজের প্রথম আসরেই জিতে নেন শিরোপা। ২০২২ বিশ্বকাপে অনবদ্য পারফরম্যান্সের পরও ফাইনালে পেনাল্টিতে হেরে
শিরোপা হাতছাড়া হয় ফ্রান্সের। কাতার বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিকসহ টুর্নামেন্টে ৮ গোল করে গোল্ডেন বুট জেতেন এমবাপে।
এখন আগের চেয়ে অনেকটাই পরিপক্ব এমবাপে। চ্যাম্পিয়নস লিগ ও লা লিগায় নিজের জাত চেনাচ্ছেন এই স্ট্রাইকার। ইতোমধ্যে রিয়াল মাদ্রিদের হয়ে এক আসরে সর্বোচ্চ গোলের রের্কডে নাম লিখেছেন। লা লিগার ২০২৫–২৬ মৌসুমে এমবাপের গোল ২১। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৭ গোল বেশি তাঁর। আর চ্যাম্পিয়নস লিগে তাঁর গোল ১১। দ্বিতীয় স্থানে থাকা হ্যারি কেইনের চেয়ে ৪ গোল বেশি।
বাকারি মনে করেন, এমবাপে যেকোনো মূল্যে ২০২৬ বিশ্বকাপে সর্বাধিক গোল করবেন। তাই বাকারি জোর দিয়েই বিশ্বাস করেন ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত পদকটি জিততে যাচ্ছেন এমবাপে। বাকারি বলেন, ‘সে (এমবাপে) ব্যালন ডি’অর জিতবে। তাঁর জন্য ফিফার সর্বোচ্চ সম্মাননা জেতার এটাই উত্তম বছর।’
এমবাপের পাশাপাশি ফ্রান্স জাতীয় দল নিয়েও কথা বলেন বাকারি, ‘আমি মনে করি, ফ্রান্স জাতীয় দলের সঙ্গে বিশ্বকাপটা তার জন্য ভালোই যাবে। রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগেও সে ভালো সময় কাটাবে বলে বিশ্বাস করি। ব্যক্তিগত পর্যায়ে সে ইতিমধ্যেই এগিয়ে, কারণ সে ভালো খেলছে এবং শীর্ষ অবস্থানে আছে।’
ক্রিফোস্পোর্টস/২৬জানুয়ারি২৬/এআই
