নিরাপত্তা ঝুঁকিতে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় দেশের ক্রিকেটাঙ্গনে। এরই ধারাবাহিকতায় ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরে নানা নাটকীয়তার পর বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপ খেলার আমন্ত্রণ জানায় আইসিসি। এবার বিসিবির ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে সমর্থনের কথা জানালেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হাসান শান্ত।
বিশ্বকাপে সুযোগ পাওয়ার পর খেলতে না যাওয়ার ঘটনা এবারই প্রথম ঘটেছে বাংলাদেশের। বিশ্বাকাপে সরাসরি খেলার সুযোগ পেয়েও খেলতে না পারায় স্বভাবতই মনঃক্ষুণ্ন হওয়ার কথা ক্রিকেটারদের। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত পূর্ণ সম্মান জানিয়েছেন শান্ত।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক ছিলেন শান্ত। ট্রফি জয়ের পর আজ রাজশাহী শহর ভ্রমণ করেছেন দলটির সদস্যরা। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন শান্ত।
বিসিবিকে অভিভাবক উল্লেখ করে তাদের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে শান্ত বলেন, ‘বিশ্বকাপ খেলতে না পারা প্রত্যেকটা ক্রিকেটারের জন্যই ডিফিকাল্ট। খেলোয়াড় হিসেবে আমরা সবসময় চাই ক্রিকেট খেলতে। এখানে বিসিবি বলেন বা আমাদের যারা উপরে দায়িত্বে আছেন তারাই আমাদের অভিভাবক। তারা যেটা ভালো মনে করেছেন সেই ডিসিশনটাই নিয়েছেন। আমি বলবো ক্রিকেটার হিসেবে খেলতে পারলে ভালো হতো। কিন্তু যে ডিসিশনটা ক্রিকেট বোর্ড এবং আমাদের গভর্মেন্ট থেকে এসেছে, সেটার পূর্ণ সম্মান জানাই আমি।’
রাজশাহী ও বগুড়ায় বিপিএল আয়োজন চান শান্ত। তিনি বলেন, ‘আমি মনে করি রাজশাহী ও বগুড়া দুই মাঠেই বিপিএল হওয়া উচিত। বিপিএল হওয়ার জন্য যা কিছু কাজ করা দরকার ইনশাআল্লাহ আমি আশা করছি এখন এক বছরও আছে। বিসিবি সে দিকটা দেখবে এবং নেক্সট টাইম রাজশাহী এবং বগুড়াতে যদি খেলা হয়ে থাকে তাহলে আরো দর্শক বেশি হবে।’
ক্রিফোস্পোর্টস/২৬জানুয়ারি২৬/এআই
