কয়েক সপ্তাহের নাটকীয়তার পর ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়েছে বাংলাদেশ। মূলত ভারতে গিয়ে ম্যাচ না খেলার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনঢ় অবস্থানের কারণে আসন্ন বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড।
এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর সহ-সভাপতি রাজীব শুক্লা জানিয়েছেন, ‘সরকারি জটিলতার কারণেই বিশ্বকাপে অংশ নিতে পারেনি বাংলাদেশ দল।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশকে ভারতের মাঠে নিরাপত্তার পূর্ণ নিশ্চয়তা দেওয়া হয়েছিল। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসিকে জানিয়েছে, সরকারি পক্ষ থেকেই দলের ভারতে গিয়ে বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়নি। বাংলাদেশের এই অবস্থানের কারণেই বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে নেওয়ার সিদ্ধান্ত নেয় আইসিসি।’
ভারতের সংবাদমাধ্যমকে রাজীব শুক্লা জানান, ‘বাংলাদেশের সিদ্ধান্ত ছিল আকস্মিক। ফলে অল্প সময়ের মধ্যে ভেন্যু বদলানো বা সম্পূর্ণ নতুন করে সূচি সাজানো সম্ভব হয়নি। তাই এই পরিস্থিতিতে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করাই ছিল একমাত্র বাস্তবসম্মত উপায়।’
বিসিসিআই চেয়েছিল বাংলাদেশ বিশ্বকাপে খেলুক উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা চাইছিলাম বাংলাদেশ খেলুক। তাদের জন্য পূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হয়েছিল, যাতে কোনো ধরনের বিপত্তি না ঘটে। কিন্তু তারা জানিয়েছেন, তারা দল পাঠাতে পারবেন না, কারণ তাদের সরকার অনুমতি দেয়নি। শেষ মুহূর্তে পুরো সূচি পাল্টে ফেলা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। এটি ছিল বাংলাদেশের সিদ্ধান্ত। এরপর আইসিসিও নিজের সিদ্ধান্ত নেয় এবং এর ফলেই স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে।’
এদিকে বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে পাকিস্তান। পিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, তারা এই সিদ্ধান্তে একমত নয় এবং বাংলাদেশ প্রসঙ্গে নিজেদের অবস্থান বিশ্বকাপ আয়োজকদের কাছে জানিয়েছে। বিষয়টি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গেও আলোচনা করছেন পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি।
দল ঘোষণা করলেও এখনো ঝুলে আছে পাকিস্তানের অংশ নেওয়া। পাকিস্তানের বিশ্বকাপে অংশ নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আগামী সপ্তাহে। এ বিষয়ে রাজিব শুক্লা বলেন, ‘পাকিস্তান কোনো কারণ ছাড়াই এ বিষয়ে হস্তক্ষেপ করছে এবং বাংলাদেশকে উষ্কানি দিচ্ছে।’
ক্রিফোস্পোর্টস/২৬জানুয়ারি২৬/এআই
