Connect with us
ক্রিকেট

সাবেক ক্রিকেটার বাসিত আলী

পাকিস্তান বিশ্বকাপে না গেলে সম্প্রচারকারীরা পথে বসবে

pak and basit
পাকিস্তান ক্রিকেট দল ও বাসিত আলী। ছবি: সংগৃহীত

টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে অচলাবস্থা আরও জটিল হচ্ছে। বাংলাদেশকে বিশ্বকাপ আসর থেকে সরিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়ার পর পাকিস্তানও অংশগ্রহণ নিয়ে পুনর্বিবেচনার ইঙ্গিত দিয়েছে। আর এমন পরিস্থিতিতে আর্থিক ক্ষতির শঙ্কা তুলে সতর্কবার্তা দিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার বাসিত আলী। তার মতে, পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে সম্প্রচারকারীরা পথে বসবে।

বাংলাদেশের ভারতে ম্যাচ না খেলার অনুরোধ আইসিসি নাকচ করার পরই বিতর্কের শুরু। নিরাপত্তা শঙ্কা তুলে বিকল্প ভেন্যুর প্রস্তাব দেওয়া হলেও শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দেওয়া হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, তাদের অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ফেডারেল সরকার।

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি সাম্প্রতিক সংবাদ সম্মেলনে বলেন, বিশ্বকাপে খেলা না খেলার বিষয়ে সরকারকে জানিয়ে মতামত নেওয়া হবে। তার এমন মন্তব্যের পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে আলোচনা তুঙ্গে। এর মধ্যে আইসিসির পক্ষ থেকে সম্ভাব্য বয়কটের ক্ষেত্রে নিষেধাজ্ঞার হুঁশিয়ারির কথাও শোনা যাচ্ছে।



এই প্রেক্ষাপটে ইউটিউব শো ‘গেম প্ল্যান’-এ বাসিত আলী সরাসরি অর্থনৈতিক দিকটি সামনে আনেন। তার বক্তব্য, পাকিস্তান সরে দাঁড়ালে সম্প্রচারকারীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। বিশেষ করে ভারত–পাকিস্তান ম্যাচ না হলে টুর্নামেন্টের বাণিজ্যিক মূল্য কমে যাবে বলেই মনে করেন তিনি।

বাসিতের প্রশ্ন, পাকিস্তানের পরিবর্তে অন্য কোনো দল খেললেও সেই ম্যাচ কি ভারত–পাকিস্তান দ্বৈরথের সমান আকর্ষণ তৈরি করতে পারবে? তার মতে, এই একটি ম্যাচ ঘিরেই বিশ্বকাপের বড় অংশের দর্শক আগ্রহ ও বিজ্ঞাপন বাজার গড়ে ওঠে।

একই সঙ্গে পিসিবি প্রধানের অবস্থানকেও গুরুত্ব দিয়েছেন তিনি। বাসিতের মতে, নাকভির বক্তব্য আইসিসির জন্য পরিস্থিতি কঠিন করে তুলেছে। কারণ এতে স্পষ্ট হয়েছে, বিষয়টি কেবল ক্রিকেট প্রশাসনের নয়, সরকারি সিদ্ধান্তের সঙ্গেও জড়িত।

তবে বয়কটের প্রশ্নে দ্বিধাও প্রকাশ করেছেন বাসিত। তার মতে, পাকিস্তানের ভারতে গিয়ে খেলার বাধ্যবাধকতা নেই। কিন্তু যদি সরকার বাংলাদেশের পাশে থাকার সিদ্ধান্ত নেয়, তখন বোর্ডের সামনে বিকল্প খুব কমই থাকবে।

পাকিস্তান শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়, সেটিই এখন বড় প্রশ্ন। তবে নিশ্চিতভাবে বলা যায়, তাদের অংশগ্রহণ অনিশ্চিত হলে শুধু ক্রিকেটীয় সমীকরণ নয়, টুর্নামেন্টের আর্থিক কাঠামোও নতুন করে ভাবতে হবে আয়োজকদের।

ক্রিফোস্পোর্টস/২৬জানুয়ারি২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট