ক্রিকেটে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের খবরের মাঝেই ফুটবলে এসেছে সুখবর। ফুটসাল পেরিয়ে এবার মূল ফুটবলের মঞ্চে বাংলাদেশের পালা। ছেলেদের অনূর্ধ্ব-২০ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। এরই মধ্যে নিশ্চিত হয়েছে টুর্নামেন্টের গ্রুপিং।
চলতি বছরের ২৩ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত মালদ্বীপে অনুষ্ঠিত হবে ছেলেদের অনূর্ধ্ব-২০ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। গতকাল থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ড্র অনুষ্ঠানে বাংলাদেশকে রাখা হয়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে ভারত ও পাকিস্তান।
অন্যদিকে ‘এ’ গ্রুপে জায়গা পেয়েছে নেপাল, ভুটান, স্বাগতিক মালদ্বীপ ও শ্রীলঙ্কা।
অনূর্ধ্ব-২০ পর্যায়ে সাফ চ্যাম্পিয়নশিপ এর আগে দুইবার অনুষ্ঠিত হয়েছে। ২০২২ সালে প্রথম আসরে শিরোপা জেতে ভারত। সর্বশেষ ২০২৪ সালের আসরে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।
উল্লেখ্য, অনূর্ধ্ব-২০, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-১৮—এই তিন স্তরের টুর্নামেন্টগুলোকে যুব সাফ হিসেবে গণ্য করা হয় এবং প্রতি বছর ভিন্ন ভিন্ন বয়সভিত্তিক আসর অনুষ্ঠিত হয়। অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-১৯ পর্যায়ে ভারত দুইবার চ্যাম্পিয়ন হয়েছে। এই দুই বিভাগে বাংলাদেশের কোনো শিরোপা নেই, তবে চারবার রানার্সআপ হওয়ার সাফল্য রয়েছে।
ক্রিফোস্পোর্টস/২৬জানুয়ারি২৬/এজে
