আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে নতুন করে জটিলতা তৈরি হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে। বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে আইসিসির বিরুদ্ধে অবস্থান নিয়েছে পাকিস্তানও। দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়ে দিয়েছে, বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে তারাও বিশ্বকাপে অংশ না নেওয়ার বিষয়টি বিবেচনায় রেখেছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এক উচ্চপদস্থ সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, ফেডারেল সরকার ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে দল পাঠানোর অনুমতি না দেওয়ার সিদ্ধান্তে অনড়।
ইসলামাবাদের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক সূত্র দেশটির সংবাদমাধ্যমকে জানিয়েছে, ফেডারেল সরকার ২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দল পাঠানোর অনুমতি নাও দিতে পারে। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে এই আসরের আয়োজক। তবে বাংলাদেশের বিষয়ে আইসিসির সিদ্ধান্তে অসন্তোষ তৈরি হয়েছে পাকিস্তানের ক্ষমতার কেন্দ্রগুলোতে।
বিতর্কের সূত্রপাত বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ নাকচ করার পর। নিরাপত্তা শঙ্কার কথা তুলে বিকল্প ভেন্যুর প্রস্তাব দিলেও তা আমলে নেয়নি আইসিসি। শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে জায়গা দেওয়া হয়। এই সিদ্ধান্তকেই দ্বৈত মানদণ্ড হিসেবে দেখছে পাকিস্তান।
আজ (সোমবার) ইসলামাবাদে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসার কথা পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির। বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে। সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর। তবে প্রাথমিক বার্তা হচ্ছে, বর্তমান পরিস্থিতিতে বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতি নাও মিলতে পারে।
জিও নিউজ এর প্রতিবেদনে আরও উঠে এসেছে যে, বিষয়টি কেবল ক্রিকেটীয় সিদ্ধান্ত নয়, নীতিগত অবস্থানের প্রশ্নও জড়িত। তাদের মতে, আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে কোনো দেশের জন্য আলাদা নিয়ম চলতে পারে না। একদিকে কোনো দেশ নিজেদের সুবিধামতো ভেন্যু বেছে নেওয়ার স্বাধীনতা পায়, অন্যদিকে নিরাপত্তা উদ্বেগ জানালেও অন্য দেশকে তা দেওয়া হয় না এটা গ্রহণযোগ্য নয়।
এর আগে পিসিবি চেয়ারম্যান নাকভিও আইসিসির ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। বাংলাদেশকে সরিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তকে তিনি নীতিগত অসঙ্গতি হিসেবে উল্লেখ করেন। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে দিয়েছেন, সরকারের নির্দেশনাই চূড়ান্ত বোর্ড সেই সিদ্ধান্তই অনুসরণ করবে।
ক্রিফোস্পোর্টস/২৬জানুয়ারি২৬/টিএ
