Connect with us
ক্রিকেট

অস্ট্রেলিয়া যাননি বুলবুল, আছেন বাংলাদেশেই

Bulbul
দেশেই আছেন বিসিবি সভাপতি। ছবি: সংগৃহীত

দেশের ক্রিকেট অঙ্গনে অস্থিরতা যেন কাটছেই না। টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত, বোর্ড পরিচালকদের ঘিরে বিতর্ক, ফিক্সিং–অভিযোগ সব মিলিয়ে চাপের মুখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমন পরিস্থিতিতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে নতুন গুঞ্জন আমিনুল ইসলাম বুলবুল নাকি দেশ ছেড়ে অস্ট্রেলিয়ায় চলে গেছেন, তাও আবার রিটার্ন টিকিট ছাড়াই।

তবে সেই খবরের সত্যতা মেলেনি। নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সাবেক এই অধিনায়ক দেশেই আছেন। সকাল ১১.৩০ মিনিটের দিকে মিরপুরে আসেন বিসিবি সভাপতি। তখন গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্য করে প্রশ্নও রাখেন তিনি। সাংবাদিকদের বলেন আমি কি দেশের বাইরে চলে গেছি নাকি?

গেল কয়েক দিনে বিসিবিকে ঘিরে একের পর এক বিতর্ক সামনে এসেছে। নিরাপত্তা শঙ্কার কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত ইতোমধ্যে নিশ্চিত হয়েছে। এর মধ্যে এক পরিচালক ফিক্সিং–সংশ্লিষ্ট অভিযোগে অডিট কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন। পরিচালক ইশতিয়াক সাদেক পদত্যাগ করেছেন। আরও কয়েকজন পরিচালকের মন্তব্য নিয়েও আলোচনা-সমালোচনা চলছে।



অন্যদিকে, অর্থ কমিটির দায়িত্বে পরিবর্তনের কথাও শোনা যাচ্ছে। এম নাজমুল ইসলামকে পুনরায় অর্থ কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানা গেছে, যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। পরিচালক মোখলেসুর রহমান শামীম অডিট কমিটির প্রধানের দায়িত্ব ছেড়েছেন। বিষয়টি তদন্তের জন্য অ্যালেক্স মার্শালের দলের কাছে পাঠানো হয়েছে।

এই অবস্থায় বুলবুলের দেশত্যাগের গুঞ্জন নতুন করে আলোচনার জন্ম দেয়। বিশেষ করে জাতীয় নির্বাচনের আগে তিনি ফিরবেন না এমন কথাও ছড়ায়। কিন্তু সব খবরাখবর মিথ্যা প্রমাণ করে আজ বিসিবতে দেখা গেছে বিসিবি সভাপতিকে।

সব মিলিয়ে সংকটের এই সময়ে বিসিবির ভেতরে ও বাইরে নানা জল্পনা তৈরি হলেও সকালে বিসিবিতে এসে সবকিছু ভুল প্রমাণ করেন আমিনুল ইসলাম বুলবুল।

ক্রিফোস্পোর্টস/২৬জানুয়ারি২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট