২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অবস্থানকে পূর্ণ সমর্থন জানিয়েছে দেশটির জাতীয় পুরুষ ক্রিকেট দল। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজিত এই আসরকে ঘিরে সাম্প্রতিক সিদ্ধান্ত নিয়ে পাকিস্তান দলে আলোচনা হয়েছে।
রবিবার পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি টি–টোয়েন্টি বিশ্বকাপ প্রসঙ্গে বোর্ডের অবস্থান বিস্তারিতভাবে তুলে ধরেন। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২৬ সালের আসর থেকে বাংলাদেশকে সরিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্তের পরই পিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক অবস্থান জানানো হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন টি–টোয়েন্টি অধিনায়ক সালমান আলি আগা, প্রধান কোচ মাইক হেসন, পিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা, মিডিয়া পরিচালক, কমার্শিয়াল পরিচালক এবং দলীয় ম্যানেজার। বৈঠকে উপস্থিত খেলোয়াড়রা বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসির মধ্যকার বিরোধে পিসিবি যে নীতিগত অবস্থান নিয়েছে, তা তারা সমর্থন করেন। তারা চেয়ারম্যানের অবস্থানকে প্রশংসনীয় বলেও উল্লেখ করেন।
আইসিসি জানায়, ভারতের মাটিতে বাংলাদেশ দলের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি তারা খুঁজে পায়নি। সেই কারণেই বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হয়েছে। এর আগে নিরাপত্তা ও খেলোয়াড়দের সুরক্ষার বিষয়টি উল্লেখ করে ভারত সফরে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় বিসিবি।
তবে মহসিন নাকভি আইসিসির সিদ্ধান্তকে দ্বৈত মানদণ্ডের উদাহরণ বলে মন্তব্য করেন। তিনি বলেন, বিশ্বকাপে অংশ নেওয়ার বিষয়ে পাকিস্তান সরকার যে নির্দেশনা দেবে, পিসিবি সেটিই অনুসরণ করবে। একই সঙ্গে তিনি জানান, ক্রিকেটের মূল নীতিকে গুরুত্ব দিয়েই বাংলাদেশকে সমর্থন করছে পাকিস্তান।
নাকভি আরও বলেন, খেলাধুলায় রাজনৈতিক প্রভাব কারও জন্যই ভালো নয়। সবাইকে ক্রিকেটের নীতিমালা মেনে চলা উচিত।
সূত্রমতে, টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে আলোচনা করতে আগামীকাল প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করতে পারেন পিসিবি চেয়ারম্যান।এর পরেই জানা যাবে কোন দিকে এগোয় পাকিস্তান ক্রিকেট।
ক্রিফোস্পোর্টস/২৬জানুয়ারি২৬/টিএ
