একদিনের ব্যবধানে শীর্ষস্থান হাতছাড়া, আর পরদিনই তা পুনরুদ্ধার লা লিগায় এমন নাটকীয়তার মাঝেই নিজেদের কাজটা ঠিকঠাক করে নিল বার্সেলোনা। ঘরের মাঠে রিয়াল ওভিয়েদোকে ৩-০ গোলে হারিয়ে আবারও পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে হান্সি ফ্লিকের দল।
আগের দিন কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ভিয়ারিয়ালকে হারিয়ে শীর্ষে উঠেছিল রিয়াল মাদ্রিদ। ফলে বার্সার সামনে লক্ষ্য ছিল স্পষ্ট জিততেই হবে। সেই চাপ সামলে দ্বিতীয়ার্ধে তিন গোল করে ম্যাচ নিজেদের করে নেয় কাতালানরা। গোলগুলো করেছেন দানি ওলমো, রাফিনিয়া ও লামিনে ইয়ামাল।
তবে স্কোরলাইন যত সহজ, ম্যাচ ততটা ছিল না। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ওভিয়েদো প্রথমার্ধে যথেষ্ট নিয়ন্ত্রিত ফুটবল খেলেছে। রক্ষণে ছিল শৃঙ্খলা, মাঝমাঠে ছিল লড়াই। এদিকে চোটের কারণে পেদ্রি না থাকায় বার্সার মাঝমাঠে স্বাভাবিক ছন্দ দেখা যায়নি। পাসিংয়ে ছিল অসংগতি, আক্রমণেও এত ধার ছিল না। বিরতির আগে রাফিনিয়ার দূরপাল্লার শট দারুণভাবে ঠেকিয়ে দেন গোলরক্ষক অ্যারন এসকানদেল।
দ্বিতীয়ার্ধে ম্যাচেত চিত্র বদলে যায়। রানিংয়ে গতি বাড়ায় বার্সা। ৫২ মিনিটে গোলের সূচনা করেন ওলমো। ইয়ামাল ও রাফিনিয়াকে আটকে রাখতে গিয়ে ডিফেন্ডাররা তাকে ফাঁকায় ছেড়ে দেন, সেই সুযোগ কাজে লাগাতে ভুল করেননি স্প্যানিশ মিডফিল্ডার। পাঁচ মিনিট পর দাভিদ কোস্তাসের দুর্বল ব্যাক পাস কেটে নিয়ে ব্যবধান দ্বিগুণ করেন রাফিনিয়া।
ম্যাচের সেরা মুহূর্তটি আসে ৭৩ মিনিটে। ওলমোর ক্রস পেছনে পড়ে যাচ্ছিল ইয়ামালের। পিঠ ঘুরিয়ে নেওয়া অবস্থায়ও নিয়ন্ত্রণ হারাননি তরুণ এই ফরোয়ার্ড। দারুণ এক সিজর-কিকে বল জালে জড়িয়ে দেন তিনি। অসাধারণ এক গোলে ম্যাচের শেষ আশা নিভিয়ে দেয় ওভিয়েদোর।
শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিশ্চিত করে বার্সা। শীর্ষে ফেরার লড়াইয়ে তারা যে থামতে রাজি নয়, এই ম্যাচ সেটাই মনে করিয়ে দিল।
এই জয়ে ২১ ম্যাচে বার্সার পয়েন্ট দাঁড়িয়েছে ৫২। সমান ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। ৪৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আতলেতিকো মাদ্রিদ।
ক্রিফোস্পোর্টস/২৬জানুয়ারি২৬/টিএ
