Connect with us
ক্রিকেট

নির্বাচক কমিটির সদস্যের মন্তব্যে রহস্য

পাকিস্তানের বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে এখনো ধোঁয়াশা

PAKISTAN CRICKET TEAM
পাকিস্তান ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

বাংলাদেশের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট  বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। এরপর আজ (রোববার) বিকেলে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। দল ঘোষণার পর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছে আইসিসির হুমকিতে ভীত হয়ে পাকিস্তান বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। এবার বিস্ফোরক মন্তব্য করলে পাকিস্তানের নির্বাচক কমিটির এক সদস্য। 

গতকাল (শনিবার) বাংলাদেশ নিয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেছিলেন, ‘বাংলাদেশের প্রতি অবিচার করা হচ্ছে। যেকোনো মূল্যে বাংলাদেশকে বিশ্বকাপে খেলতে দেওয়া উচিত। ‘

বিশ্বকাপ নিনিয়ে পাকিস্তানের অবস্থান সম্পর্কে জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান অংশ নেবে কি না সে বিষয়ে পাকিস্তান সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ওই মন্তব্যের পর আইসিসিও পাল্টা হুমকি দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। এরই প্রেক্ষীতে আজ পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের একটি দল ঘোষণা করে।



আইসিসি যখন নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতে যেতে অস্বীকৃতি জানানো বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে, তখন পিসিবি প্রধান নাকভি এই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু দল ঘোষণা আভাস দিচ্ছে যে, পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে প্রস্তুত।

গাদ্দাফি স্টেডিয়ামে পিসিবির হাই পারফরম্যান্স ডিরেক্টর ও পুরুষ জাতীয় দলের নির্বাচক কমিটির সদস্য হিসেবে আকিভ জাভেদ, অধিনায়ক সালমান আগা এবং সাদা বলের প্রধান কোচ মাইক হেসনের উপস্থিতিতে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে জাভেদ বলেন, ‘পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করা হলেও তাদের অংশগ্রহণ এখনো শতভাগ নিশ্চিত নয়।’

দল ঘোষণার পর জাভেদের বক্তব্যে রয়ে গেছে ধোঁয়াশা। তিনি বললেন, ‘আমরা নির্বাচক, আমাদের কাজ হলো দল নির্বাচন করা। আমরা সময়সীমার ঠিক আগমুহূর্তে দল ঘোষণা করেছি। আমাদের অংশগ্রহণের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে, তাই সেই বিষয়ে আমি কিছুই বলতে পারছি না। চেয়ারম্যানও একই কথা বলেছেন, তাই আমরা তাদের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করব।’

ক্রিফোস্পোর্টস/২৫জানুয়ারি২৬/এআই

Crifosports announcement

Focus

More in ক্রিকেট