Connect with us
ফুটবল

সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশীপ

মালদ্বীপের জালে ১৪ গোল দিয়ে শিরোপা জিতলো বাংলাদেশ

Sabina Khatun
ঘোল করে কৃষ্ণা রানির সাথে সাবিনার উদযাপন। ছবি: সংগৃহীত

সাফ নারী ফুটসাল টুর্নামেন্টের প্রথম আসরেই অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হওয়া আসরে নিজেদের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে উড়িয়ে দিয়ে ইতিহাস গড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

আসরে ৬ ম্যাচে ৫ জয় ও ১ ড্রয়ে অপরাজিত চ্যাম্পিয়ন সাবিনা খাতুনের দল। নিজেদর প্রথম ম্যাচে শক্তিশালী ভারতকে ৩-১ গোলে হারিয়ে উড়ন্ত সূচনা করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে দারুণ প্রতিদ্বন্দ্বীতা করে ভুটানের বিপক্ষে ৩-৩ ড্র করেছিল। নিজেদের তৃতীয় ম্যাচে নেপালকে ৩-০ বাঘিনীরা, ৪র্থ ও ৫ম ম্যাচে  শ্রীলঙ্কা ও পাকিস্তানক ৬-২ এবং ৯-১ গোলে হারায় বাংলাদেশের মেয়েরা।

নিজেদের শেষ ম্যাচে আজ (রোববার) থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি স্টেডিয়ামে মালদ্বীপের মুখোমুখি হয়েছিল সাবিনা খাতুনের দল। সাবিনা খাতুনের ৪, লিপি আক্তারের ৩, কৃষ্ণা রানী সরকারের ২ গোলে মালদ্বীপকে ১৪-২ গোলের ব্যবধানে উড়িয়ে প্রথম আসরেই অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশের নারীরা। ম্যাচে মাসুরা পারভীন, নওশীন জাহান, নিলুপা ইয়াসমিন নিলা, সুমাইয়া মাতসুশিমা ও মেহেনুর আক্তাররা করেন একটি করে গোল।



ম্যাচের শুরতে গোল হজম করে বাংলাদেশ, ম্যাচের চতুর্থ মিনিটে মাসুরা গাঁয়ে লেগে বল জড়ায় জালে। দু মিনিট পর সাবিনা খাতুনের গোলে সমতায় ফেরে বাংলাদেশ। ১৪ মিনিটে গোল করে ব্যবধান বাড়ান সাবিনা। ১৭ মিনিটে ব্যবধান দাঁড়ায় ৪-১ গোলে। একমিনিটের মধ্যে আরও তিনটি গোল দেয় বাংলাদেশ। লিপি আক্তারের জোড়া গোলের পর নওশীন জাহান মালদ্বীপ জালে বল পাঠান। ৬-১ গোলে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতি থেকে ফিরে আরও ৮ বার মালদ্বীপের জালে বল জড়ায় বাংলাদেশের মেয়েরা। ২৩ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন সাবিনা। পরের মিনিটে গোল করেন সুমাইয়া। ২৬ মিনিটে সাবিনা চতুর্থ গোলটি করেন। ব্যবধান দাঁড়ায় ৯-১ গোলে।

৩০ মিনিটে নিলুপা ইয়াসমিন বাংলাদেশের হয়ে দশম গোলটি করেন। পরের মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন লিপি আক্তার। ৩২ মিনিটে কৃষ্ণা রানী ও মেহেনুর আক্তার গোল করেন। ৩৬ মিনিটে ১৪তম গোলটি করেন মাসুরা পারভীন। ৪০ মিনিটে মারিয়াম নুরা মালদ্বীপের দ্বিতীয় গোলটি করেন। ১৪-২ গোলে জিতে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ।

ক্রিফোস্পোর্টস/২৫জানুয়ারি২৬/এআই

Crifosports announcement

Focus

More in ফুটবল