Connect with us
ক্রিকেট

সিডনিকে হারিয়ে বিগ ব্যাশের শিরোপা জিতলো পার্থ স্কর্চার্স

SYDNEY VS PERTH
স্মিথকে আউট করার আনন্দে মেতেছেন পার্থের ক্রিকেটাররা। ছবি: সংগৃহীত

বিগ ব্যাশের ফাইনালে স্মিথ-স্টার্কদের সিডনিকে হারিয়ে শিরোপা ঘরে তুললো পার্থ স্কর্চার্স। ১৫ বল আর ৬ উইকেট হাতে রেখেই ১৩৩ রানের সহজ লক্ষ্য পেরিয়ে যায় অ্যাস্টন টার্নারের দল। টুর্নামেন্ট সেরা হয়েছেন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক স্যাম হারপার।

টসে জিতে সিডনিকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পার্থের অধিনায়ক টার্নার। শুরুটা ভালো করতে পারেনি সিডনি, নিয়মিত বিরতিতে হারাতে থাকে উইকেট। দলীয় ৭ রানে ফেরেন ওপেনার ড্যানিয়েল, স্মিথ ফেরেন দলীয় ৩৪ রানে।

ভালো করতে পারেনি ফিলিপস, হেনরিকসরা; দুজনই ফিরেছেন ব্যক্তিগত ২৪ রানে। শেষদিকে জোয়েল ডেভিসের ১৯ রান ছাড়া উল্লেখযোগ্য রান করতে পারেননি কেউই। নির্ধারিত ২০ ওভারে ১৩৩ রানে অলআউট হয় সিডনি। পার্থের হয়ে ৩টি করে উইকেট নেন রিচার্ডসন ও পায়নে, ২টি উইকেট বেয়ার্ডম্যানের, ১টি হার্ডাইয়ের দখলে।



১৩৪ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে দারুণ শুরু পায় ফিন অ্যালেন ও মিচেল মার্শ, ওপেনিং জুটি থেকে আসে ৮০ রান। ব্যক্তিগত ৩৬ করে অ্যালেন ফিরলে হার্ডাই ফেরেন ৫ করে। দলীয় ১১৮ রানে ফেরেন মার্শ।

শেষে জশ ইনগ্লিসের অপরাজিত ২৯ ও কনোলির অপরাজিত ৪ রানে ১৫ বল আর ৬ উইকেট হাতে রেখেই জয় পায় পার্থ। সিডনির হয়ে ২টি উইকেট নেন শন অ্যাবট, ১টি করে উইকেট স্টার্ক ও এডওয়ার্ডের দখলে।

এই জয়ে বিগ ব্যাশের ১৫ তম আসরের শিরোপা জিতলো রেকর্ড নয়বার ফাইনালে খেলা পার্থ।

ক্রিফোস্পোর্টস/২৫জানুয়ারি২৬/এআই

Crifosports announcement

Focus

More in ক্রিকেট