আগামী জুনে বসবে ফুটবল বিশ্বকাপের আসর। এ বছরের ক্লাবের ম্যাচগুলোতেও তাই থাকবে বাড়তি নজর। কিন্তু এই বছরের প্রথম ম্যাচেই ফ্লপ লিওনেল মেসির দল ইন্টার মায়ামি। নতুন মৌসুমের প্রস্তুতি শুরুতে পেরুর ঐতিহ্যবাহী ক্লাব আলিয়ানজা লিমার বিপক্ষে প্রীতি ম্যাচে ৩-০ গোলে হেরেছে দলটি।
রবিবার ভোরে পেরুর ‘নোচে ব্লাঙ্কিয়াজুল’ অনুষ্ঠানে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় স্বাগতিকরা। মেসি ৬৪ মিনিট পর্যন্ত মাঠে থাকলেও কোনো গোলের দেখা পাননি। কোনো অ্যাসিস্টও করতে পারেননি। সবমিলিয়ে বছরের শুরুটা ভালো হলো না এলএম টেনের।
এদিন আলিয়ানজা লিমার জয়ের নায়ক ছিলেন অভিজ্ঞ স্ট্রাইকার পাওলো গেরেরো। তিনি প্রথমার্ধে দুটি গোল করে দলকে এগিয়ে দেন। বিরতির পর ফেদেরিকো গিরোত্তির অ্যাসিস্টে লুইস রামোস তৃতীয় গোলটি করেন।
প্রীতি ম্যাচ হলেও মাঠে শক্তিশালী একাদশ নামিয়েছিল ইন্টার মায়ামি। নতুন মৌসুমে দলে যোগ দেওয়া দায়নে সেন্ট ক্লেয়ার ও সের্হিও রেগিলোন এই ম্যাচে অভিষেক করেন। তবে অভিজ্ঞতার পরও দলগত সমন্বয়ের ঘাটতি স্পষ্ট ছিল।

আলিয়ানজা লিমার ফুটবলারদের উৎসব চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না মেসির।
লুইস সুয়ারেজ ও মাতেও সিলভেত্তির সঙ্গে আক্রমণভাগে ম্যাচ শুরু করেন লিওনেল মেসি। শুরু থেকেই দলের প্রধান সৃজনশীল শক্তি হিসেবে খেলায় জড়িত ছিলেন আর্জেন্টাইন মহাতারকা। ম্যাচে তিনি মোট ৬৪ মিনিট মাঠে ছিলেন।
এরপর সুয়ারেজ ও রদ্রিগো দে পলের সঙ্গে একযোগে বদলি হন মেসি; তাদের জায়গায় নামেন ড্যানিয়েল পিন্টার, ডেভিড রুইজ ও ডেভিড আয়ালা। লুইস সুয়ারেজের সামনে ম্যাচে ফিরবার সুযোগ এসেছিল, কিন্তু পরিষ্কার সেই সুযোগটি কাজে লাগাতে ব্যর্থ হন তিনি।
মৌসুমের শুরুতেই হার ইন্টার মায়ামিকে একটু হলেও দুশ্চিন্তায় ফেলবে। সেই সাথে আগামী বিশ্বকাপে মেসি আর্জেন্টিনা দলের হয়ে কতটুকু ভূমিকা রাখতে পারবেন, এটা নিয়েও চলছে নানান বিশ্লেষণ।
ক্রিফোস্পোর্টস/২৫জানুয়ারি২৬/এজে
