আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাবে না বাংলাদেশ ক্রিকেট দলকে। নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে খেলতে অস্বীকৃতি জানানোয় টাইগারদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি এই ঘোষণা দেয়। আইসিসির এমন সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।
আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। বিসিবি নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিল। কিন্তু আইসিসি সেই দাবি প্রত্যাখ্যান করে জানায়, ভারতের মাটিতে বাংলাদেশের জন্য কোনো ‘বিশ্বাসযোগ্য হুমকি’ নেই। সময় স্বল্পতার অজুহাতে শেষ পর্যন্ত বাংলাদেশকে ছাড়াই বিশ্বকাপের সূচি চূড়ান্ত করেছে সংস্থাটি।
আফ্রিদির তোপ আইসিসির এই বৈষম্যমূলক আচরণে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ হতাশা প্রকাশ করেছেন শহীদ আফ্রিদি। তিনি লিখেছেন, বাংলাদেশে ও আইসিসির বিভিন্ন টুর্নামেন্টে খেলা একজন ক্রিকেটার হিসেবে আমি আজ খুবই হতাশ। ২০২৫ সালে পাকিস্তান সফরে না যাওয়ার বিষয়ে ভারতের নিরাপত্তা উদ্বেগ আইসিসি মেনে নিয়েছে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তাদের বোঝাপড়া ভিন্ন।
আফ্রিদি আরও যোগ করেন, ক্রিকেট পরিচালনায় সবার জন্য একই নিয়ম ও ন্যায্যতা থাকা দরকার। বাংলাদেশের খেলোয়াড় ও কোটি কোটি সমর্থক সম্মান পাওয়ার দাবি রাখে- মিশ্রনীতি নয়।
As a former international cricketer who has played in Bangladesh and in ICC events, I’m deeply disappointed by today’s ICC’s inconsistency. It accepted India’s security concerns for not touring Pakistan in 2025, yet appears unwilling to apply the same understanding to Bangladesh.…
— Shahid Afridi (@SAfridiOfficial) January 24, 2026
পিসিবি চেয়ারম্যানের প্রতিক্রিয়া একই ইস্যুতে সরব হয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভিও। লাহোরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। আমি আইসিসি বোর্ড মিটিংয়েও বলেছি যে আপনারা দ্বিমুখী নীতি অবলম্বন করতে পারেন না। একটি দেশ যা ইচ্ছা সিদ্ধান্ত নেবে আর অন্য দেশের ক্ষেত্রে বিপরীত আচরণ করা হবে, তা হতে পারে না।
আইসিসি তাদের বিবৃতিতে দাবি করেছে, টুর্নামেন্ট শুরুর সময় খুব কাছে চলে আসায় বিসিবির অনুরোধ রক্ষা করা বাস্তবসম্মত নয়। ফলে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়ার ‘কঠিন সিদ্ধান্ত’ নিতে বাধ্য হয়েছে তারা।
প্রসঙ্গত, গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের আপত্তির মুখে হাইব্রিড মডেলে দুবাইয়ে তাদের ম্যাচগুলো আয়োজন করেছিল আইসিসি। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সেই নজির অনুসরণ না করায় বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েছে ক্রিকেটের এই অভিভাবক সংস্থা।
ক্রিফোস্পোর্টস/২৫জানুয়ারি২৬/এসএ
