২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের। বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপ খেলার আমন্ত্রণ জানিয়েছে আইসিসি। এর আগে গতকাল (শুক্রবার) বিশ্বকাপ খেলা না হলে খেলোয়াড়দের মাঠে রাখার জন্য বিকল্প টুর্নামেন্ট আয়োজনের কথা বলেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল ইসলাম শান্ত।
গতকাল বিপিএল ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘বিশ্বকাপে যদি না যাওয়া হয়, বোর্ডের কাছে অনুরোধ থাকবে যেন আমাদের আমাদের জন্য আরও একটা ভালো টুর্নামেন্ট বা সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করে, যেন খেলোয়াড়রা আমরা খেলার সুযোগ পাই।’
নিরাপত্তা শঙ্কায় ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যেতে চায়নি বাংলাদেশ। ভারতের ভেন্যু বদলে আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় নেওয়ার আবেদন করে বিসিবি। তবে বিসিবির সেই দাবি প্রত্যাখ্যান করেছে আইসিসি।
এছাড়া দেশের ক্লাব ক্রিকেটেও বিরাজ করছে অস্থীরতা। সব মিলিয়ে এমন অনিশ্চয়তা একজন ক্রিকেটারের মানসিকতায় প্রভাব ফেলে বলে স্বীকার করছেন শান্ত। ভবিষ্যৎ নিয়ে ভাবনা কাজ করছে জানিয়ে তিনি বলেন, ‘চিন্তা তো একটু হয়। অবশ্যই চিন্তা হয়। ভবিষ্যৎ নিয়ে আমরা কেউই নিশ্চিত না। একজন খেলোয়াড় হিসেবে এই চিন্তাটা থাকেই।’
পরবর্তী ম্যাচ প্রসঙ্গে শান্ত জানান, আপাতত তাঁর কাছেও কোনো পরিষ্কার ধারণা নেই। তিনি বলেন, ‘না, আমি জানি না। কবে নেক্সট খেলবো- এই মুহূর্তে সেটা জানা নেই।’
নিয়মিত খেলা না থাকলে ছন্দ ধরে রাখা যায় না বলেন শান্ত। ঢাকা লিগ আগের চেয়ে আরও ভালোভাবে আয়োজনের অনুরোধও জানান তিনি।
ক্রিফোস্পোর্টস/২৪জানুয়ারি২৬/এআই
