Connect with us
ক্রিকেট

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের মন্তব্য

বাংলাদেশের প্রতি অবিচার হচ্ছে : মহসিন নাকভি

Mohshin Naqvi
মহসিন নাকভি। ছবি : সংগৃহীত

নিরাপত্তাহীনতায় ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্তে বাংলাদেশের প্রতি অবিচার হয়েছে বলে মন্তব্য করলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি।

বাংলাদেশের প্রতি অন্যায় আচরণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়্যারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট মহসিন নাকভি। তিনি বলেছেন, ‘বাংলাদেশের মতো একটি বড় অংশীদার দেশকে যে আচরণের মুখে পড়তে হচ্ছে, তা গ্রহণযোগ্য নয় এবং যেকোনো পরিস্থিতিতে বাংলাদেশকে বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত।’

আজ (শনিবার) লাহোরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পাকিস্তানের এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড সভাতেও আমি একই কথা বলেছি। দ্বৈত নীতি চলতে পারে না, এক দেশের জন্য এক ধরনের সিদ্ধান্ত, আরেক দেশের জন্য সম্পূর্ণ বিপরীত আচরণ, এটা হতে পারে না।’



বাংলাদেশের প্রতি অন্যায় হচ্ছে উল্লেখ করে নাকভি বলেন, ‘আমরা স্পষ্ট অবস্থান নিয়েছি যে, বাংলাদেশের সঙ্গে অন্যায় হচ্ছে এবং যেকোনো পরিস্থিতিতে তাদের বিশ্বকাপে খেলতে দেওয়া উচিত। তারা একটি বড় অংশীদার, তাদের প্রতি এই অবিচার করা ঠিক নয়।’

বাংলাদেশের উপর অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে নিজেদের অবস্থানের বিষয়ে নাকভি বলেন, ‘একটি দেশ অন্য দেশকে নির্দেশ দিতে পারে না। যদি এমন নির্দেশনা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে পাকিস্তানের অবশ্যই নিজস্ব অবস্থান থাকবে।’

বাংলাদেশ আইসিসির পূর্ণ সদস্য হওয়ায় ভারত ও পাকিস্তানের মতো একই সুবিধার দাবিদার উল্লেখ করে নাকভি বলেন, ‘বাংলাদেশ পাকিস্তানের মতোই আইসিসির পূর্ণ সদস্য। আমাদের অবস্থান পরিষ্কার, পাকিস্তান ও ভারতের ক্ষেত্রে যদি এই সুবিধা দেওয়া হয়ে থাকে, তাহলে বাংলাদেশকেও একই সুবিধা দিতে হবে।’

বিশ্বকাপ বয়কটের সম্ভাবনা নিয়ে নাকভি বলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পাকিস্তান সরকার। পাকিস্তানের প্রধানমন্ত্রী দেশে ফেরার পর বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়ে নাকভি বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর ফিরে আসার অপেক্ষায় আছি। তিনি দেশে ফেরার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

ক্রিফোস্পোর্টস/২৪জানুয়ারি২৬/এআই

Crifosports announcement

Focus

More in ক্রিকেট