Connect with us
ক্রিকেট

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

টানা চার জয়ে গ্রুপপর্ব শেষ করলো বাংলাদেশের নারীরা

Bangladesh Women's Cricket Team
বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

সুপার সিক্স নিশ্চিত হয়েছে আগেই, আজ (শনিবার) গ্রুপ টেবিলের শীর্ষস্থান পাকাপোক্ত করার লড়াইয়ে আইরিশদের ৯ রানে হারিয়ে শীর্ষে থেকে গ্রুপপর্ব শেষ করলো টাইগ্রেসরা। শারমিন আক্তারের ফিফটি ও সোবহানা মোস্তারির ঝোড়ো ব্যাটিংয়ে জয়ের ভিত গড়ে বাংলাদেশ। আর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে জয় ৯ রানে।

ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ব্যাটিংয়ের শুরুটা খুব একটা ভালো করতে পারেনি বাংলাদেশ। দলীয় ১৩আর ব্যক্তিগত ১১ করে ফেরেন ওপেনার জান্নাতুল ফেরদৌস।

জান্নাতুলের বিদায়ের পর বড় জুটি গড়েন দিলারা আক্তার ও শারমিন আক্তার। তাদের ৫২ বলে ৭০ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত পায় বাংলাদেশ। দলীয় ৮৩ রানে ব্যক্তিগত ৩৫ করে ফেরেন দিলারা। সুবিধা করতে পারেননি অধিনায়ক নিগার সুলতানা, করেছেন ১৩ বলে ১৩।



তবে ব্যক্তিগত অর্ধশতক তুলে নিয়েছেন শারমিন আক্তার। শেষদিকে সোবহানা মোস্তারির ঝোড়ো ১৬ বলে ৩০ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৩ রান সংগ্রহ করে বাঘিনীরা। আইরিশদের হয়ে ২টি করে উইকেট নেন মাগুইরি ও কেলি, একটি করে উইকেট ডালজেল, ম্যাকব্রাইড ও প্রেরনডারগাস্টের দখলে।

১৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বেশ ভালো শুরু পায় আইরিশরা। দুই ওপেনার এমি হান্টার ও গাবি লুইস মিলে গড়েন ৫৩ রানের ওপেনিং জুটি। ২৫ বলে ৩৫ করে ফেরেন হান্টার। ব্যক্তিগত ১২ করে ফেরেন প্রেরনডারগাস্ট। গেবি লুইস ৫৮ বলে অপরাজিত ৭৩ রানের ইনিংস খেললেও হার এড়াতে পারেনি আইরিশরা।

নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৪৪ রানে থামে আইরিশদের ইনিংস। আর ততােই বাংলাদেশের জয় ৯ রানে। বাংলাদেশের হয়ে ২ উইকেট নেন স্বর্ণা আক্তার, একটি রেবেকা খানের দখলে।

গ্রুপের শীর্ষস্থান আগেই নিশ্চিত করেছিল জ্যোতির দল, এই জয়ে শীর্ষস্থান মজবুত করলো বাঘিনীরা।

ক্রিফোস্পোর্টস/২৪জানুয়ারি২৬/এআই

Crifosports announcement

Focus

More in ক্রিকেট