বিপিএলের দ্বাদশ আসরের পর্দা নেমেছে গতকাল। ট্রফি উঠেছে রাজশাহী ওয়ারিয়র্সের হাতে। তবে শিরোপার লড়াইয়ের বাইরে আলোচনায় ছিল ব্যক্তিগত পারফরম্যান্সও। ব্যাট-বলে ধারাবাহিকতা দেখানো কয়েকজন ক্রিকেটার পেয়েছেন আলাদা স্বীকৃতি।
এবারের আসরে মোট প্রাইজমানি ছিল প্রায় ৫ কোটি টাকা। চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স পেয়েছে ২ কোটি ৭৫ লাখ টাকা। রানার-আপ চট্টগ্রাম রয়্যালসের প্রাপ্তি ১ কোটি ৭৫ লাখ টাকা।
ফাইনালের মঞ্চে সেঞ্চুরি করে ম্যাচ ঘুরিয়ে দেন তানজিদ হাসান তামিম। তার ১০০ রানের ইনিংসেই ভর করে রাজশাহীর বড় সংগ্রহ। সেই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি। পুরস্কার হিসেবে পেয়েছেন পাঁচ লাখ টাকা।
পুরো আসর জুড়ে ধারাবাহিক ব্যাটিংয়ে নজর কাড়েন পারভেজ হোসেন ইমন। তাকে দেওয়া হয়েছে সেরা ব্যাটারের পুরস্কার, সঙ্গে পাঁচ লাখ টাকা।
বোলিং বিভাগে আধিপত্য ছিল শরিফুল ইসলামের। সর্বোচ্চ উইকেট শিকারি হওয়ার পাশাপাশি হয়েছেন আসরের সেরা বোলার। শুধু তাই নয়, টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের স্বীকৃতিও গেছে তার হাতে। সব মিলিয়ে পুরস্কার হিসেবে পেয়েছেন ১৫ লাখ টাকা।
ফিল্ডিংয়ে দৃষ্টিনন্দন পারফরম্যান্সের জন্য রংপুর রাইডার্সের অধিনায়ক লিটন দাস পেয়েছেন সেরা ফিল্ডারের পুরস্কার। তার প্রাপ্তি তিন লাখ টাকা।
এছাড়া রাজশাহীর তরুণ পেসার রিপন মণ্ডল হয়েছেন টুর্নামেন্টের সেরা উদীয়মান ক্রিকেটার। শেষ দুই ম্যাচে না খেললেও আগের পারফরম্যান্সে নজর কেড়েছিলেন তিনি। এ ক্যাটাগরিতে তার পুরস্কার তিন লাখ টাকা।
দলীয় সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত অর্জনেও জমজমাট ছিল এবারের বিপিএল। মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে খেলোয়াড়দের হাতে উঠেছে সম্মাননা ও আর্থিক পুরস্কার যা আসরের প্রতিযোগিতাকে আরও অর্থবহ করে তুলেছে।
উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর থেকে মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এবারের বিপিএল হয়েছে মোট ছয় দল নিয়ে। ষষ্ঠ দল হিসেবে যুক্ত হয়েছিল নোয়াখালী এক্সপ্রেস। এবারের বিপিএলে অংশ নিয়েছিল রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স এবং নবাগত নোয়াখালী এক্সপ্রেস। মালিকানায়ও ছিল পরিবর্তন। রংপুরের দায়িত্বে ছিল বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস, চট্টগ্রাম রয়্যালস গেছে ট্রায়াঙ্গাল সার্ভিসের হাতে। নাবিল গ্রুপ রাজশাহী, ক্রিকেট উইথ সামি সিলেট এবং চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক–হারল্যান) ছিল ঢাকার মালিকানায়। নতুন দল নোয়াখালী এক্সপ্রেস পরিচালনা করেছে দেশ ট্রাভেলস।
ক্রিফোস্পোর্টস/২৪জানুয়ারি২৬/টিএ
