Connect with us
ক্রিকেট

চট্টগ্রামের স্বপ্নভঙ্গ করে বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী

Rajshahi Warriors
দুর্দান্ত সূচনা করেন রাজশাহীর দুই ওপেনার। ছবি: সংগৃহীত

বিপিএলের দ্বাদশ আসরে চট্টগ্রামের স্বপ্নভঙ্গ করে চ্যাম্পিয়ন হল রাজশাহী ওয়ারিয়র্স। ফাইনালে ওপেনার তানজিদ হাসান তামিমের দুর্দান্ত শতকের উপর ভর করে চট্টগ্রামকে ১৭৫ রানের লক্ষ্য দেয় রাজশাহী। বিনিময়ে ১১১ রানের বেশি করতে পারেনি চট্টগ্রাম। ব্যাটে-বলে চট্টগ্রামকে উড়িয়ে দিয়ে ৬৩ রানের জয় নিয়ে শিরোপা নিজেদের করে নেয় রাজশাহী ওয়ারিয়র্স।

শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে রাজশাহীর শুরুটা ছিল দুর্দান্ত। সাহিবজাদা ফারহান ও তানজিদ হাসান তামিম প্রথম ছয় ওভারে কোনো ঝুঁকি না নিয়ে তুলেছেন ৪০ রান। তবে পাওয়ারপ্লের পর গতি বদলে যায়। তানজিদ হাসান ক্রমান্বয়ে আক্রমণাত্মক হন, অন্যদিকে ফারহান খেলেন ধীরগতির ইনিংস।

৮৩ রানের মাথায় ৩০ বলে ৩০ রান করে ফেরেন ফারহান। তিন নম্বরে নেমে কেইন উইলিয়ামসন ইনিংস ধরে রাখেন। অন্য প্রান্তে তানজিদের ব্যাটে তখন রানের গতি বাড়তে থাকে। ফিফটির পর আরও চড়াও হন তিনি। চার-ছক্কায় চট্টগ্রামের বোলারদের চাপে ফেলেন নিয়মিত।



উইলিয়ামসন ১৫ বলে ২৪ রান করে আউট হলেও তানজিদ থামেননি। সেঞ্চুরির পথে এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত ৬২ বলে ঠিক ১০০ রান করে ফিরেছেন। শেষ দিকে জিমি নিশাম ৬ বলে ৭ এবং নাজমুল হোসেন শান্ত ৭ বলে ১১ রান যোগ করেন। ২০ ওভারে ৪ উইকেটে ১৭৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় রাজশাহী।

চট্টগ্রামের হয়ে শরিফুল ইসলাম ও মুকিদুল ইসলাম মুগ্ধ নেন দুটি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধাক্কা খায় চট্টগ্রাম। ১৮ রানের মধ্যে নাঈম শেখ (৯) ও মাহমুদুল হাসান জয় (০) ফিরে গেলে চাপ বাড়ে। পাওয়ারপ্লে শেষে ৩ উইকেটে ৪১ ম্যাচ তখনই অনেকটা রাজশাহীর নিয়ন্ত্রণে চলে যায়।

মির্জা তাহির বেগ চেষ্টা করেছিলেন এক প্রান্ত ধরে রাখতে। ৩৬ বলে ৩৯ রান করে তিনিই ছিলেন ইনিংসের সর্বোচ্চ স্কোরার। কিন্তু অন্য প্রান্তে নিয়মিত উইকেট পড়ায় বড় জুটি গড়া হয়নি। হাসান নওয়াজ ১১, জাহিদউজ্জামান ১১, শেখ মেহেদী ৪ কেউই ম্যাচ ঘোরানোর মতো বড় ইনিংস খেলতে পারেননি।

মাঝে আমের জামাল ও আসিফ আলী সামান্য প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। জামাল ৮ রান করে আউট হন, আসিফ করেন ১৬ বলে ২১। তবে ততক্ষণে ব্যবধান অনেক বড় হয়ে যায়। নির্ধারিত ২০ ওভারে ১১১ রানেই গুটিয়ে যায় চট্টগ্রামের ইনিংস।

রাজশাহীর হয়ে বিনুরা ফার্নান্দো ৯ রান খরচায় নেন ৪ উইকেট, যা ফাইনালের মোড় ঘুরিয়ে দেয়। হাসান মুরাদ নেন ৩টি, জিমি নিশাম ২টি এবং আবদুল গাফফার সাকলাইন ১ উইকেট।

শেষ পর্যন্ত ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করে দ্বাদশ আসরে বিপিএল শিরোপা জিতে নেয় রাজশাহী।

ক্রিফোস্পোর্টস/২৩জানুয়ারি২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট