Connect with us
ক্রিকেট

বাংলাদেশ ইস্যুতে প্রশ্নে চুপ বিসিসিআই সভাপতি

MITHUN MANHAS
মিথুন মানহাস। ছবি: সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে চলছে নাটকীয়তা। নিরাপত্তা শঙ্কায় বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), হয়েছে আইসিসির সাথে কয়েক দফা আলোচনা ও ভোটাভুটিও। বাংলাদেশের ভারতে খেলতে না যাওয়ার ইস্যুতে প্রশ্ন করা হলে মুখ খুলতে রাজি হননি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি মিথুন মানহাস।

গতকাল (বৃহস্পতিবার) ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ দেখতে রায়পুরে যান বিসিসিআই প্রধান। স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে বাংলাদেশ ইস্যু নিয়ে একের পর এক প্রশ্ন করতে থাকেন সাংবাদিকরা। তবে তা বার বার এড়িয়ে গেছেন মিথুন মানহাস। এক পর্যায়ে তিনি বলেন, ‘আমি এখানে রায়পুরে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ দেখতে এসেছি।’

শোনা যাচ্ছে বাংলাদেশ ইস্যুতে বিসিসিআই সভাপতির এই নীরবতা বিসিসিআইয়ের কৌশলগত অবস্থান। আইসিসির অফিসিয়াল বিবৃতির আগে কিছুই বলতে চাইছে না ভারতীয় ক্রিকেট বোর্ড।



এর আগে বুধবার বাংলাদেশের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের অনুরোধ প্রত্যাখ্যান করে আইসিসি। এরপরই গতকাল (বৃহস্পতিবার) খেলোয়াড়দের সাথে বৈঠকে বসেন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ও বিসিবি কর্তারা, বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে জানায়, তারা ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে না।

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চায় বাংলাদেশ, কিন্তু নিরাপত্তা নিশ্চিতের পরই কোথায়ও দলকে খেলতে পাঠাবে বিসিবি, যে অবস্থা ভারতে নেই বলে মনে করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

সাংবাদিকদের আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘আমরা আমাদের মতো চেষ্টা করে যাবো। আমরা এখনও হাল ছাড়ছি না। আমরা আজকে আরও কিছু জিনিস নিয়ে আবার কমিউনিকেশন করবো এবং চেষ্টা করে যাচ্ছি যেন আমাদের ছেলেরা বিশ্বকাপ খেলতে পারে। আমাদের একটাই চাহিদা, আমরা বিশ্বকাপ খেলতে চাই। এই মুহূর্তে আমরা ভারতে খেলতে যেতে চাই না। আমরা শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ খেলতে চাই। আমরা এখনও রেডি, আমাদের দল রেডি আছে।’

ক্রিফোস্পোর্টস/২৩জানুয়ারি২৬/এআই

Crifosports announcement

Focus

More in ক্রিকেট