ব্যাংককে চলমান সাফ নারী ফুটসাল টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে রয়েছে বাংলাদেশ। পাকিস্তানকে ৯-১ গোলে উড়িয়ে দিয়ে শিরোপার খুব কাছাকাছি পৌঁছে গেছে সাবিনা খাতুনের দল। আগের দিন পুরুষ দল পাকিস্তানের কাছে হারের হতাশা থাকলেও, নারী দল মাঠে তার জবাব দিয়েছে বড় ব্যবধানে জয় তুলে নিয়ে।
এদিকে, সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে সাতটি দল অংশ নিচ্ছে। লিগ পদ্ধতিতে ছয় ম্যাচ শেষে সর্বোচ্চ পয়েন্টধারী দলই হবে চ্যাম্পিয়ন। পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে বাংলাদেশ। চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভারত।
বাংলাদেশের শিরোপা নিশ্চিত হওয়ার সমীকরণও সহজ। দিনের শেষ ম্যাচে ভারত ও ভুটানের খেলা ড্র হলে এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হয়ে যাবে বাংলাদেশ। আর ভারত জিতে গেলে শিরোপা নির্ধারণ হবে শেষ ম্যাচে। সে ক্ষেত্রে মালদ্বীপের বিপক্ষে অন্তত ড্র করলেই শিরোপা নিশ্চিত হবে সাবিনাদের। সমান পয়েন্ট হলেও ভারতের বিপক্ষে জয়ের কারণে হেড টু হেডে এগিয়ে থাকবে বাংলাদেশ।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। প্রথমার্ধেই ৬-০ গোলে এগিয়ে যায় দলটি। চলতি আসরে কোনো দল একার্ধে এত গোল করতে পারেনি। অধিনায়ক সাবিনা খাতুন গোলের সূচনা করেন প্রথমার্ধেই। নুসরাত জোড়া গোল করেন, নীলা ও কৃষ্ণা যোগ করেন একটি করে।
বিরতির পরও একই ছন্দ ধরে রাখে বাংলাদেশ। পাকিস্তান একটি গোল শোধ দিলেও আর সুযোগ পায়নি ঘুরে দাঁড়ানোর। অন্যদিকে বাংলাদেশ আরও তিনবার বল পাকিস্তানের জালে পাঠায়। দ্বিতীয়ার্ধে সাবিনা করেন আরও দুটি গোল, কৃষ্ণা যোগ করেন নিজের দ্বিতীয়টি। হ্যাটট্রিক না হলেও ম্যাচজুড়ে নেতৃত্ব, গতি আর গোল করে আলাদা নজর কাড়েন অধিনায়ক। ধারাভাষ্যকাররাও পুরো ম্যাচে তার পারফরম্যান্সের প্রশংসা করেছেন।
এক ম্যাচ বাকি থাকতেই শিরোপার খুব কাছে বাংলাদেশ। এখন চোখ ভারত–ভুটান ম্যাচের দিকে, আর শেষ ধাপ পেরোলেই ব্যাংকক থেকে ট্রফি নিয়ে ফিরবে বাংলাদেশের বাঘিনীরা।
ক্রিফোস্পোর্টস/২৩জানুয়ারি২৬/টিএ
