আগামী ২০২৬ আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। টুর্নামেন্টটি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে হওয়ার কথা থাকলেও, নিরাপত্তাশঙ্কায় ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত আইসিসিকে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই প্রেক্ষাপটে আজ অনুষ্ঠিত আইসিসি বোর্ডসভায় ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে যে, বাংলাদেশ শেষ পর্যন্ত না খেললে তাদের পরিবর্তে বিকল্প কোনো দলকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হবে।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, আইসিসি বাংলাদেশকে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য মাত্র এক দিন সময় বেঁধে দিয়েছে।
বোর্ডসভায় কী হয়েছে?
নিরাপত্তার কারণ দেখিয়ে বিসিবি ভারতে গিয়ে ম্যাচ খেলতে অপরাগতা প্রকাশ করলে বিষয়টি আইসিসির সর্বোচ্চ ফোরামে গড়ায়। আজকের বোর্ডসভায় এই ইস্যুতে ভোটাভুটি হয়। অধিকাংশ সদস্য দেশ এই সিদ্ধান্তে একমত হয় যে, সূচি অনুযায়ী কোনো দেশ খেলতে না চাইলে টুর্নামেন্টের স্বার্থে বিকল্প দেশ নেওয়া হবে।
আইসিসি সরাসরি বিসিবিকে বাদ না দিয়ে এক দিনের একটি বিশেষ সময়সীমা দিয়েছে। এই সময়ের মধ্যে বিসিবিকে বাংলাদেশ সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে আলোচনা করে তাদের চূড়ান্ত অবস্থান পরিষ্কার করতে বলা হয়েছে। অর্থাৎ, সরকার যদি সবুজ সংকেত দেয় এবং বিসিবি তাদের আগের অবস্থান থেকে সরে আসে, তবেই বাংলাদেশ বিশ্বকাপে অংশ নিতে পারবে। অন্যথায়, আইসিসি বিকল্প দলের নাম ঘোষণা করবে।
মূলত ভারতে খেলতে যাওয়া নিয়ে দীর্ঘদিনের নিরাপত্তাশঙ্কাই বিসিবিকে এই কঠোর অবস্থানে নিয়ে গেছে।
ক্রিফোস্পোর্টস/২১জানুয়ারি২৬/এসএ
