Connect with us
ক্রিকেট

সংবাদ সম্মেলনে শেখ মাহেদী

চট্টগ্রামে বড় নাম নেই, তবে সবাই পারফর্ম করছে

Shakh Mahedi
সংবাদ সম্মেলনে শেখ মাহেদী। ছবি: সংগৃহীত

মিরপুরের ধীর উইকেটে রাজশাহী ওয়ারিয়র্সকে হারিয়ে বিপিএলের ফাইনালে উঠে কমিটির টিম খ্যাত চট্টগ্রাম রয়্যালস। বড় নাম না থাকলেও অধিনায়ক শেখ মেহেদী হাসান বারবারই জোর দিলেন একটি জায়গায় সেটা হল দলগত পারফরম্যান্স। বড় তারকা না থাকলেও সবাই নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করায় এই জায়গায় আসা সম্ভব হয়েছে বলে মনে করেন তিনি।

কোয়ালিফায়ারে আগে ব্যাট করে ১৩৩ রানে গুটিয়ে যায় রাজশাহী। তানজিদ হাসান তামিম ৩৭ বলে ৪১ রান করলেও বাকিদের ব্যাটে ধারাবাহিকতা ছিল না। শেষ দিকে আবদুল গাফফার সাকলাইনের ১৫ বলে ৩২ রানের ঝড় রাজশাহীকে কিছুটা সম্মানজনক সংগ্রহে নিয়ে যায়। চট্টগ্রামের হয়ে বল হাতে নিয়ন্ত্রিত বোলিং করেন আমের জামাল ও শেখ মেহেদী হাসান, দুজনেই নেন দুটি করে উইকেট।

লক্ষ্য তাড়ায় চট্টগ্রাম শুরুটা করে ধীরে-সুস্থে। ওপেনার মির্জা বেগ ও মোহাম্মদ নাঈম শেখ ঝুঁকি না নিয়ে এগোন। ৬৪ রানের ওপেনিং জুটিতে ম্যাচের ভিত গড়ে যায়। মাঝখানে কিছুটা চাপ এলেও শেষ দিকে অধিনায়ক মেহেদীর ব্যাটেই জয় নির্ধারণ হয়। ৯ বলে ১৯ রানের কার্যকর ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। ম্যাচসেরার পুরস্কারও ওঠে তাঁর হাতেই।



ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের ফর্ম নিয়ে খুব একটা বাড়তি কিছু বলতে চাননি মেহেদী। বরং ক্রিকেটকে জীবনের স্বাভাবিক অংশ হিসেবেই দেখছেন তিনি। ‘আমি তো কোনো দৈত্য না। জীবনে খারাপ সময়ও গেছে, ভালো সময়ও যাচ্ছে। এটা জীবনেরই অংশ। এখন ভালো হচ্ছে, এটাকে ধরে রাখাটাই আসল।

শেষ ওভারের সমীকরণ নিয়েও শান্ত ছিলেন মেহেদী। দরকার ছিল ৯ রান। তাঁর মতে, মাঠে নামলে আগের ম্যাচ মাথায় থাকে না। মিড অন ওপরে ছিল। ভাবনা একটাই পারফেক্ট ইয়র্কার না হলে আমার শক্তির জায়গায় মারব। আলহামদুলিল্লাহ কাজ হয়েছে।

টুর্নামেন্ট শুরুর আগে দল ঘিরে যে অনিশ্চয়তা ছিল, সেসব পেরিয়ে ফাইনালে ওঠা অবিশ্বাস্য কিনা এমন প্রশ্নে মেহেদীর উত্তর ছিল স্পষ্ট। তিনি বলেন, ‘যুদ্ধক্ষেত্রে নামলে যা আছে তাই দিয়ে লড়তে হয়। আমাদের বড় নাম নেই, দেশি-বিদেশি মিলিয়েও না। কিন্তু সবাই নিজের জায়গা থেকে পারফর্ম করছে। দলগত খেলা না হলে এখানে আসা সম্ভব ছিল না।’

ফাইনালে প্রতিপক্ষ নিয়েও খুব একটা ভাবছেন না চট্টগ্রাম অধিনায়ক। রাজশাহী কিংবা সিলেট যেই আসুক প্রস্তুত থাকার কথাই জানালেন তিনি। বিদেশি খেলোয়াড় নিয়ে তিনি বলেন, ‘বিদেশি ভালো খেলোয়াড় সবাই চায়। কিন্তু যারা এখন আছে, তারা নিয়মিত খেলছে। হুট করে নতুন কেউ এলে মানিয়ে নিতে সময় লাগে। এই দলটাই এখন ভালো কাজ করছে।’

ক্রিফোস্পোর্টস/২১জানুয়ারি২৬/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট