নানান অনিশ্চয়তা আর বিতর্কের মধ্য দিয়ে যাওয়া চট্টগ্রাম রয়্যালস এবার বিপিএলের ফাইনালে। রাজশাহীর দেওয়া ১৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অধিনায়ক শেখ মাহেদীর কল্যাণে ৩ বল হাতে রেখে ৬ উইকেটে জয় তুলে নেয় বন্দর নগরী চট্টগ্রাম রয়্যালস। এই জয়ে তারা চলে গেল বিপিএলের দ্বাদশ আসরের ফাইনালে।
এদিন টস জিতে রাজশাহীকে আগে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম। শুরুটা খুব একটা খারাপ না হলেও ইনিংস এগোতেই এলোমেলো হয়ে পড়ে রাজশাহীর ব্যাটিং। ওপেনার সাহিবজাদা ফারহান ১৯ বলে ২১ রান করে ফিরলে চাপ বাড়তে শুরু করে। এক প্রান্তে তানজিদ হাসান তামিম দাঁড়িয়ে থাকলেও অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারায় দলটি।
পাওয়ারপ্লেতে রাজশাহীর সংগ্রহ ছিল ১ উইকেটে ৩৭। কিন্তু এরপর ব্যাটিং অর্ডার একের পর এক ধাক্কা খায়। শান্ত, মুশফিক, আকবর আলী কেউই ইনিংস গড়তে পারেননি। তানজিদ ৩৭ বলে ৪১ করে ফিরলে স্কোর দাঁড়ায় ৮২ রানে।
শেষ দিকে একমাত্র ঝোড়ো ইনিংস খেলেন আবদুল গাফফার সাকলাইন। নিচের দিকে নেমে মাত্র ১৫ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। তার ব্যাটেই কোনোমতে ১৩৩ রান তোলে রাজশাহী। চট্টগ্রামের হয়ে বোলিংয়ে সবচেয়ে সফল ছিলেন শেখ মেহেদী হাসান ও আমের জামাল, দুজনই নেন দুটি করে উইকেট।
জবাবে নেমে চট্টগ্রাম শুরু থেকেই দেখে-শুনে খেলেছে। মির্জা বেগ ও নাঈম শেখের ওপেনিং জুটি ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে। পাওয়ারপ্লেতে বিনা উইকেটে ৩১ রান তুলে।
৬৪ রানের উদ্বোধনী জুটি ভাঙে নাঈমের বিদায়ে। এরপর তিন নম্বরে নেমে হাসান নওয়াজ দ্রুত রান তুললেও বড় ইনিংস খেলতে পারেননি। এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন মির্জা বেগ। ফিফটির কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত ফিরতে হয় তাকে, আউট হবার আগে করেন ৪৫ রান।
শেষ দিকে ম্যাচে ফের উত্তেজনা ছড়ায়। ২ ওভারে প্রয়োজন ছিল ১৯ রান। বিনুরা ফার্নান্দোর এক ওভারে গুরুত্বপূর্ণ উইকেট পড়লেও শেখ মেহেদী হাসান ঠান্ডা মাথায় দুর্দান্ত ফিনিশিংয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। শেষ ওভারে ৯ রান প্রয়োজন ছিল জেতার জন্য। বোলিংয়ে আসেন রিপন মণ্ডল। তিন বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে চট্টগ্রাম। মেহেদী ৯ বলে ১৯ রানে অপরাজিত থাকেন। এর ফলে ম্যাচসেরার পুরস্কারও জিতে নেন তিনি।
এই জয়ে বিপিএলের ফাইনালে জায়গা করে নিল চট্টগ্রাম রয়্যালস। আর রাজশাহী ওয়ারিয়র্সকে ফাইনালের শেষ সুযোগ পেতে খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ারে, যেখানে তাদের প্রতিপক্ষ সিলেট টাইটান্স।
ক্রিফোস্পোর্টস/২০জানুয়ারি২৬/টিএ
