সাফ ফুটসালে দুর্দান্ত ছন্দে ফিরেছে বাংলাদেশের পুরুষ দল। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত টুর্নামেন্টে নিজেদের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কাকে ৫–১ গোলে উড়িয়ে দিয়েছে লাল–সবুজের দল। আক্রমণ, গতি আর নিয়ন্ত্রণ তিন দিকেই দুর্দান্ত পারফরম্যান্স করে ব্যবধান গড়ে তোলে বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। প্রথমার্ধে দলের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান। দুই প্রান্ত থেকেই তার গোল ছিল চোখে পড়ার মতো। প্রথমটি আসে বাম দিক থেকে নেওয়া অসাধারণ কোনাকুনি শটে। কিছুক্ষণ পর ডান দিক থেকেও একই কৌশলে গোল করেন তিনি। বিরতির আগে ২–১ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।
এর মাঝে একবার সমতায় ফিরেছিল শ্রীলঙ্কা। বক্সের সামনে ফাউল করে বসেন বাংলাদেশের গোলরক্ষক রাব্বি। সেই ফ্রি কিক থেকে লঙ্কান অধিনায়ক গোল করলে স্কোরলাইন দাঁড়ায় ১–১। তবে ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। কয়েক মিনিটের মধ্যেই রাহবার আবার গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন।
দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের দিকে নেয় বাংলাদেশ। তৃতীয় গোলেও অবদান রাখেন অধিনায়ক। তার বাড়ানো বল থেকে পোস্টের সামনে থেকে প্লেসিং করেন মঈন। এরপর শেষ পাঁচ মিনিটে আরও দুটি গোল করে ব্যবধান বড় করে নেয় বাংলাদেশ। ম্যাচের শেষ মুহূর্তে আবিরের গোলটি ছিল দুর্দান্ত। লঙ্কান আক্রমণ প্রতিহত করে নিজেদের অর্ধ থেকে নেওয়া লম্বা শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাংলাদেশের আধিপত্য আরও বাড়তে থাকে। বলের দখল, পাসিং আর প্রেসিং সব দিকেই এগিয়ে ছিল তারা। শেষ দিকে শ্রীলঙ্কা চেষ্টা করেও ম্যাচে আর ফিরতে পারেনি।
প্রসঙ্গত, সাফ নারী ও পুরুষ ফুটসালে এবার সাতটি দেশ অংশ নিচ্ছে। প্রতিটি দল ছয়টি করে ম্যাচ খেলবে। ছয় ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলই হবে চ্যাম্পিয়ন। পুরুষ বিভাগে বাংলাদেশ চার ম্যাচে দুটি জয়, একটি ড্র ও একটি হার নিয়ে টুর্নামেন্টে টিকে আছে। অন্যদিকে নারী দল এখনো অপরাজিত। তিন ম্যাচে দুটি জয় ও একটি ড্র নিয়ে ভালো অবস্থানে আছে সাবিনারা। আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের নারী দল।
ক্রিফোস্পোর্টস/২০জানুয়ারি২৬/টিএ
