Connect with us
ক্রিকেট

ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকস

বাংলাদেশের সমর্থকরা সবসময় খেলা নিয়ে খুব আবেগপ্রবণ

Chris Woakes
ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকস। ছবি- সংগৃহীত

ঢাকা বিপিএলের প্লে-অফ মানেই টানটান উত্তেজনা, আর সেই উত্তেজনার পারদ চরমে পৌঁছাল সিলেট টাইটান্স ও রংপুর রাইডার্সের এলিমিনেটর ম্যাচে। সহজ লক্ষ্য তাড়ায় নেমেও খাদের কিনারায় চলে গিয়েছিল সিলেট। তবে শেষ বলের নাটকীয়তায় ফাহিম আশরাফকে ছক্কা হাঁকিয়ে দলকে জয় উপহার দিলেন ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকস। এই জয়ে রংপুর রাইডার্সকে বিদায় করে টুর্নামেন্টের কোয়ালিফায়ারে পা রাখলো সিলেট।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে বড় চমক হিসেবে সিলেট টাইটান্স শিবিরে যোগ দিয়েছেন ইংলিশ তারকা অলরাউন্ডার ক্রিস ওকস। প্রথমবারের মতো বিপিএলে খেলতে এসে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। মঙ্গলবারের ম্যাচ শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির প্রকাশ করা এক সাক্ষাৎকারে ক্রিস ওকস জানিয়েছেন, বন্ধু মঈন আলীর উপস্থিতিই তাকে সিলেটে যোগ দিতে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে বলে জানিয়েছেন তিনি।

ওকস বলেন, বিপিএলের প্লে-অফ সপ্তাহে এখানে আসতে পেরে আমি সত্যিই উচ্ছ্বসিত। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে আগে বাংলাদেশে আসলেও বিপিএল খেলা এটাই আমার প্রথম। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে আমি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের অভিজ্ঞতা নিতে চাই। মঈন আলী বর্তমানে সিলেট দলে আছেন, যাকে আমি খুব ভালো করে চিনি। আমরা একসাথে বড় হয়েছি এবং অনেক ক্রিকেট খেলেছি। মূলত তার কারণেই এখানে আসা।



এ দেশের ক্রিকেট উন্মাদনা নিয়ে ওকস বরাবরই মুগ্ধ। তিনি মনে করেন, বাংলাদেশের সমর্থকদের আবেগ বিপিএলকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে।

ওকসের মতে, বাংলাদেশের সমর্থকরা সবসময় খেলা নিয়ে খুব আবেগপ্রবণ। বিপিএল দিন দিন আরও বড় হচ্ছে। এত আবেগপ্রবণ সমর্থকদের সামনে খেলতে পারাটা দারুণ একটি বিষয়।

ক্রিফোস্পোর্টস/২০জানুয়ারি২৬/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট