ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলবে কি না বাংলাদেশের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশ শেষ পর্যন্ত টুর্নামেন্টে অংশ না নিলে বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডের নাম সামনে আসলেও, এখন পর্যন্ত স্কটিশ ক্রিকেট বোর্ডের সঙ্গে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক আলোচনা হয়নি। এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি স্পোর্ট।
মূলত নিরাপত্তা শঙ্কা থেকেই বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তার তৈরি হয়। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে হঠাৎ বাদ দেওয়ার পর ভারতের ভেন্যুতে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টার পরামর্শে ভারতের ম্যাচগুলো অন্য আয়োজক দেশ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়ে আইসিসিকে চিঠি দেয় বিসিবি। আইসিসির প্রথম জবাব সন্তোষজনক না হওয়ায় পরবর্তীতে আরও এক দফা চিঠি পাঠানো হয়।
চিঠি আদান-প্রদানের পর বিষয়টি নিয়ে ভিডিও কনফারেন্সে বিসিবি ও আইসিসির প্রতিনিধিদের বৈঠক হলেও সমাধান আসেনি। পরে গত ১৭ জানুয়ারি ঢাকায় এসে বিসিবি কর্মকর্তাদের সঙ্গে সরাসরি বৈঠক করেন আইসিসির নিরাপত্তা ও দুর্নীতি দমন বিভাগের প্রধান অ্যান্ড্রু এফগ্রেভ। সেই বৈঠকেও আইসিসির পক্ষ থেকে জানানো হয়, ভারতে অংশগ্রহণকারী দলগুলোর জন্য নির্দিষ্ট কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। তবে বিসিবি তাদের অবস্থান থেকে সরে আসেনি।
ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে খেলবে কি না এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বিসিবিকে ২১ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছে আইসিসি। যদিও বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন এই সময়সীমার দাবি অস্বীকার করেছেন।
এর মধ্যেই বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডের নাম উঠে এসেছে। ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, বাংলাদেশ সরে দাঁড়ালে র্যাঙ্কিং বিবেচনায় স্কটল্যান্ডই এগিয়ে থাকবে। তবে বিবিসি স্পোর্ট জানিয়েছে, এ বিষয়ে স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে এখনো কোনো আলোচনা করেনি আইসিসি। স্কটিশ বোর্ডের কর্মকর্তাদের সাথে এ প্রসঙ্গে যোগাযোগ করা হলেও বাংলাদেশের পরিস্থিতির প্রতি সম্মান জানিয়ে মন্তব্য করতে রাজি হননি।
ক্রিফোস্পোর্টস/১৯জানুয়ারি২৬/টিএ
