Connect with us
ক্রিকেট

২১ জানুয়ারি সময় বেঁধে দেওয়া নিয়ে যা জানালো বিসিবি

ICC AND BCB
আইসিসি ও বিসিবি। ছবি: সংগৃহীত

ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকী মাত্র ১৯ দিন। তবে এখনো নিশ্চিত নয় বিশ্বকাপে বাংলাদেশের খেলা। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রেক্ষিতে নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কয়েক দফা আলোচনা করেও বাংলাদেশকে নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি আইসিসি। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে ২১ জানুয়ারির মধ্যে।

ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, শনিবার ঢাকায় অনুষ্ঠিত আলোচনায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই সময়সীমার কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়ে দিয়েছে।

তবে আজ (সোমবার) বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন সময়সীমা বেঁধে দেওয়ার কথা অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন আইসিসির পক্ষ থেকে এখনও নিদিষ্ট কোনো তারিখ কিংবা সময়সীমা জানানো হয়নি।



বাংলাদেশ এখনো নিজেদের অবস্থানে অনড় ঘাকার কথা উল্লেখ করে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আমজাদ বলেন, ‘গত শনিবার ১৭ জানুয়ারি আইসিসির একজন প্রতিনিধি আসেন এবং আমাদের ক্রিকেট বোর্ডের প্রতিনিধি দলের একটা বৈঠক হয়। সেখানে আমাদের বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ভেন্যুর ব্যাপারে আমাদের যে তথ্যগুলো আমরা বলে দিয়েছি যে ভেন্যুতে (ভারতে) অপারগ।’

বিকল্প ভেন্যুতে ম্যাচ আয়োজনের জন্য আইসিসিকে অনুরোধ করেছে বিসিবি, বৃহস্পতিবার পরবর্তী তারিখ জানাতে চেয়েছে আইসিসি। তিনি আরও বলেন, ‘বিকল্প ভেন্যুর জন্য আমরা অনুরোধ করি, তাদের প্রতিনিধির সঙ্গে আমাদের বিস্তৃত আলোচনা হয়। উনারা তখন আমাদেরকে বলেন এই ব্যাপারগুলো তারা আইসিসিকে গিয়ে অবহিত করবে এবং পরবর্তী সিদ্ধান্ত আমাদেরকে জানিয়ে দেবে। এই ব্যাপারে নিদিষ্ট কোনো তারিখ বা কবে নাগাদ জানাবেন এমন কিছু জানানোনি। বৃহস্পতিবার বলেছে আমাদেরকে পরবর্তী তারিখটা কবে হবে জানিয়ে দেবে।’

ক্রিফোস্পোর্টস/১৯জানুয়ারি২৬/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট